মোহনা আনসারি ( নেপালি: मोहना अन्सारी) হলেন একজন মানবাধিকারকর্মী যিনি নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। ২০১৪ সালের অক্টোবরে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি একজন সুপরিচিত অধিকারকর্মী ও নেপালের মুসলিম সম্প্রদায়ের একমাত্র নারী আইনজীবী।[১] তিনি ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে নেপালের রাষ্ট্রীয় মহিলা আয়োগে (এনডাব্লিউসি) কমিশনার হিসাবে কাজ করেছিলেন। তারপরে তিনি আইডিইএ ইন্টারন্যাশনালের বরিষ্ঠ উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। [২]

মোহনা আনসারি
নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
অক্টোবর, ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্মনেপালগঞ্জ, বাঁকে, নেপাল
জাতীয়তানেপালি
প্রাক্তন শিক্ষার্থীত্রিভুবন বিশ্ববিদ্যালয়
পেশাআইনজীবী
জীবিকাঅধিকারকর্মী

পুরস্কার এবং সম্মাননা সম্পাদনা

মোহনা আনসারি তাঁর কাজের জন্য বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। নিম্নে তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হল-

  • ২০১২ সালে নেপালের রাষ্ট্রপতির কাছ থেকে জনগণের সেবার জন্য সুপ্রবাল জনসেবা শ্রী পুরস্কার[৩]
  • ২০১২ সালে নব দেবী পুরস্কার, এটি নেপালের বাস্তব জীবনের নারী নায়িকাদের জন্য প্রদত্ত একটি স্বীকৃতি ও সম্মাননা। [১]
  • ২০০৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য এশিয়া ফাউন্ডেশন আয়োজিত একটি কার্যক্রমে "নেতৃত্বের প্রতিকৃতি" (পোট্রেইটস্স অব লিডারশিপ) হিসাবে উপস্থাপিত ১০ জন এশীয় নারীর একজন হিসেবে তাকে মনোনীত করা হয়েছিল। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khalid, Saif। "Meet Mohna Ansari: Nepal's first female Muslim lawyer"www.aljazeera.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০ 
  2. "Members & Secretary::NHRC NEPAL"www.nhrcnepal.org। ২০১৮-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০ 
  3. "Meet Mohna Ansari, Nepal's first female Muslim lawyer"The Siasat Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০