মোসলেমউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়

মোসলেমউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয় উত্তরাঞ্চলের হরিপুর উপজেলারএকটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৬৫ কি:মি: দুরত্বে অবস্থিত সুন্দর ও মনোরম পরিবেশে ৩.৭৩ একর জমির উপর কলেজটি অবস্থিত। কলেজের পশ্চিমে হরিপুর উপজেলা কার্যালয় এবং পূর্বে দিগন্তজোড়া মাঠ।[১]

মোসলেমউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়
Moslemuddin Degree College
মোসলেমউদ্দিন ডিগ্রি কলেজের নামফলক।
ধরনবেসরকারি কলেজ(বর্তমান সরকারী)
স্থাপিত১৯৮৪
অধ্যক্ষমো: মকিম উদ্দীন(বর্তমানে মোঃ সৈয়দুর রহমান)
শিক্ষার্থী৫১০ জন (২০১৩-২০১৪ সেশনে)[১]
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল

প্রতিষ্ঠার ইতিহাস

সম্পাদনা

মোসলেমউদ্দিন কলেজ ১৯৮৪ সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যোৎসাহী ব্যক্তি মোসলেমউদ্দিন ৩.৭৩ জমি দান করায় কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৮৪-৮৫ শিক্ষা বর্ষ হতে পাঠ দান শুরু করে।[১]

কলেজে রয়েছে তিনটি ভবন ও গ্রন্থাগার। কলেজে মসজিদ, পুকুর, সুন্দর শহীদ মিনার ও খেলার মাঠ রয়েছে।[১]

শিক্ষক-শিক্ষার্থী

সম্পাদনা

২০১৩-১৪ তে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী (পাস) কোর্সে মোট শিক্ষার্থী প্রায় ৫১০ জন।[১] মোট শিক্ষক সংখ্যা ২৯ জন।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা