মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রী কলেজ
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ডিগ্রি ও কিছু স্নাতক পর্যায়ের সার্টিফিকেট প্রদান করে।[১]
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ | |
---|---|
অবস্থান | |
, , | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | কলেজ |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৭০ |
প্রতিষ্ঠাতা | মোজাহার উদ্দিন বিশ্বাস |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | জাতীয় বিশ্ববিদ্যালয় |
বিদ্যালয় জেলা | পটুয়াখালী |
ইআইআইএন | ১০২৪০২ |
• ১১শ শ্রেণি | হ্যাঁ |
• ১২শ শ্রেণি | হ্যাঁ |
ভাষা | বাংলা, ইংরেজি |
স্নাতক | হ্যাঁ |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | mbcollege |
ইতিহাস
সম্পাদনাকলেজটি ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, ১৯৭০ সালে বি.এ(পাস) কোর্স ও ১৯৭২ সালে স্নাতক শ্রেনী খোলা হয়। ১ জুন ১৯৮৪[২]
তারিখে কলেজটিকে প্রথম এমপিওভুক্ত করা হয়।বিবরণ
সম্পাদনাকলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন মোজাহারউদ্দিন বিশ্বাস এবং তার নামে কলেজের নামকরণ। কলেজটিতে একটি ছাত্রাবাস ছিল, কালের বিবর্তনে ছাত্রাবাসের চিহ্ন নেই, ২০০৭ এ বন্ধ হয়েছে ছাত্রাবাস।
অবকাঠামো
সম্পাদনাসরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবকাঠামো গত অবস্থা খুবই নাজুক,একটি তিনতলা বিশিষ্ট , একটি দোতলা বিশিষ্ট ভবন রয়েছে,যে ভবন দুটি প্রতিষ্ঠা লগ্নের।
প্রশাসন
সম্পাদনাশিক্ষা কার্যক্রম ও পদ্ধতি
সম্পাদনাসামাজিক কার্যক্রম
সম্পাদনাশিক্ষা কার্যক্রম ও অবকাঠামো দিক থেকে দেখলে, সে তুলনায় অনেক সামাজিক কার্যক্রম এগিয়ে প্রতিষ্ঠিত ,সামাজিক কার্যক্রম এ দেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে পিছিয়ে নেই এমবি কলেজ।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাউল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনাচিত্রশালা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)"। www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।
- ↑ "সরকারি কলেজের তালিকা"। www.banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাশিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |