মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় হল বাংলাদেশের একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২][৩] ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরিচালনা করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
৯৩৫১ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২২°২৯′৫৭″ উত্তর ৮৯°৩৫′৪৩″ পূর্ব / ২২.৪৯৯০৪১১° উত্তর ৮৯.৫৯৫৪১১৯° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | আল্লাহ আমাকে জ্ঞান দাও |
ধর্মীয় অন্তর্ভুক্তি | সকল |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৮৭ |
প্রতিষ্ঠাতা | মোংলা বন্দর |
অবস্থা | সক্রিয় |
ভগিনী বিদ্যালয় | পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | বাগেরহাট |
কর্তৃপক্ষ | মোংলা বন্দর কর্তৃপক্ষ |
বিদ্যালয় কোড | ৪৫৪১ |
ইআইআইএন | ১১৫০২৫ |
অধ্যক্ষ | মোঃ ইউনুছ আলী মোল্লা |
শিক্ষকমণ্ডলী | ২১ জন |
কর্মচারী | ১০জন |
শ্রেণি | শিশু থেকে দশম |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
বয়স | ৫ ১৬ পর্যন্ত |
শিক্ষার্থী সংখ্যা | ৫৪৭(মাধ্যমিক-২৬৫ জন, প্রাথমিক-২৮২ জন) |
ভাষা | বাংলা এবং ইংরেজি |
সময়সূচির ধরন | দিন |
শ্রেণিকক্ষ | ১৯টি |
ক্যাম্পাসসমূহ | ১টি |
শিক্ষায়তন | ৪.৭০ একর (১.৯০ হেক্টর) |
হাউস | ২টি |
রং | , , |
অ্যাথলেটিক্স সম্মেলন | ২টি |
ক্রীড়া | ফুটবল এবং ক্রিকেট |
বার পাশের হার | ১০০% |
বর্ষপুস্তক | অন্বেষা |
উৎস:২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী |
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএই বিদ্যালয়ের শিক্ষক ২৬ জন ও ছাত্রছাত্রীসংখ্যা প্রায় ৫৪৭ জন।
ইতিহাস
সম্পাদনামোংলা বন্দরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য একটি বিদ্যালয় প্রয়োজন হলে বন্দর ভবনের কাছাকাছি মাধবী আবাসিক এলাকায় ১৯৮৭ সালে ৪.৭০ একর ক্যাম্পাস এলাকা নিয়ে গড়ে ওঠে এই বিদ্যালয়টি।[৩] ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে মাধ্যমিক স্বীকৃতি পেলেও ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। এর পূর্ব নাম ছিল মংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়টি প্রথম দিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল; বর্তমানে এটি একটি মাধ্যমিক বিদ্যালয়।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনামোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় ২০১৪ সাল থেকে অন্বেষা নামক বার্ষিক সাময়িকী প্রকাশ করছে। এখানে প্রতি বছর জাতীয় উৎসবগুলো পালন করে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "মংলা উপজেলা"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "All Schools And Colleges List of Bagerhat, Bandarban, Barguna, Barisal, Bhola, Bogra, Brahamanbaria, Chandpur"। Chittagong।
- ↑ ক খ "মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫।
মোংলা পোর্ট অধীনে পরিচালিত একটি আদর্শ বিদ্যাপীঠ ।
[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]