মেহদী হাসান খান
মেহদী হাসান খান একজন বাংলাদেশী চিকিৎসক ও প্রোগ্রামার।[২] তিনি ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কিবোর্ড তৈরি করেন।[১][৩][৪][৫]
মেহদী হাসান খান | |
---|---|
জন্ম | বাংলাদেশ | ২৩ জুলাই ১৯৮৬
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা প্রতিষ্ঠান | |
দাম্পত্যসঙ্গী | সুমাইয়া নাজমুন[১] |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামেহদী হাসান খান ১৯৮৬ সালের ২৩ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ২০০৩ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।[১][২]
অভ্র কী-বোর্ড তৈরি
সম্পাদনামেহদী তার প্রথম বাংলা ফন্ট ইউনিবিজয় ডট নেট ফ্রেমওয়ার্ক ও ভিজ্যুয়াল বেসিক উপর লেখেন। পরে তিনি অভ্র কিবোর্ড ব্যবহারকারীদের সুবিধার্থে ডট নেট ফ্রেমওয়ার্ক ছাড়াই লেখেন। অভ্র সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী, যা ইউনিকোড কনসোর্টিয়াম দ্বারা ২০০৩ সালের ১৪ জুন স্বীকৃত হয়।[২] তিনি তার সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রনল্যাব প্রতিষ্ঠা করেন। অভ্র কী-বোর্ড প্রথম উন্মুক্ত করা হয় ২০০৩ সালে ২৬ মার্চ।[১][৪] ওমিক্রনল্যাব থেকে অভ্র উন্মুক্ত করা হয় ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর।[২] বাংলাদেশের নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র তৈরিতে অভ্র ব্যবহার করে।[৬][৭]
পুরস্কার
সম্পাদনা২০১১ সালে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য তাকে বেসিস পুরস্কার দেওয়া হয়।[৮]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ পল্লব মোহাইমেন (৫ নভেম্বর ২০১৮)। "ইন্টারনেটে বাংলার মুক্ত আকাশ"। প্রথম আলো।
- ↑ ক খ গ ঘ হাম্মাদি, সাদ বিন ফজলে (২০০৪-০৫-১২)। "Exploring the base of Bangla in computers"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ঢাকা। ২০১৫-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৭।
- ↑ "Mehdi Hasan Khan: 21 Anniversary Supplement"। দ্য ডেইলি স্টার। ২৪ মার্চ ২০১৬। Archived from the original on ২৪ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ চৌধুরী, সৈয়দ তাশফিন (২০০৬-০২-২৫)। "ICT turns more Bangla savvy"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ঢাকা। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৭।
- ↑ "জনপ্রিয় বাংলা টাইপ সফটওয়্যার 'অভ্র' আবিষ্কার করেও প্রচারের আড়ালে রয়ে গেলেন এই তরুণ ডাক্তার"। দ্য ওয়াল। ২০২০-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "An amazing journey from Shahid Lipi to Avro"। দ্য ডেইলি স্টার।
- ↑ "জনস্বার্থে যা করার দরকার তাই করবো: মোস্তাফা জব্বার"। দ্য ডেইলি স্টার। ২০১৯-০৬-১০। Archived from the original on ২০১৯-০৬-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০।
- ↑ "তারুণ্যেই সফলতা"। দৈনিক প্রথম আলো।