মেনিনজাইটিস (ইংরেজি: Meningitis) বা মস্তিষ্কপর্দার প্রদাহ মস্তিষ্ক বা সুষুম্নাকান্ডের আবরণকারী পর্দা বা মেনিনজেসের প্রদাহজনিত একটি রোগ।[][] মেনিনজাইটিস শব্দটি এসেছে গ্রিক μῆνιγξ méninx, যার অর্থ "পর্দা" এবং চিকিৎসাবিজ্ঞানের -itis শব্দটি থেকে যার অর্থ প্রদাহ। [] মেনিনজাইটিস একটি জরুরী অবস্থা, যেখানে দ্রুত চিকিৎসা অপরিহার্য।

মেনিনজাইটিস
বিশেষত্বস্নায়ুচিকিৎসাবিজ্ঞান, সংক্রামক রোগ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মেনিনজাইটিস সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য পরজীবীর সংক্রমণে হয়ে থাকে। এছাড়াও বিরল কিছু ক্ষেত্রে কর্কটরোগ (ক্যানসার) বা স্বয়ং-অনাক্রম্য (অটোইমিউন) রোগের কারণেও হতে পারে।

এ রোগের লক্ষণগুলো হল:-

  • জ্বর
  • মাথাব্যথা
  • ঘাড় শক্ত হয়ে যাওয়া
  • আলো ও শব্দ অসহনশীলতা
  • খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া।
  • অসংলগ্নতা
  • বমি বা বমিভাব

শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো চিহ্নিত করা কঠিন কিন্ত নিন্মোক্ত লক্ষণ গুলি সাধারণ:-

  • জ্বর
  • খিটখিটে মেজাজ
  • খেতে অনীহা
  • অতিরিক্ত ক্লান্তি
  • ত্বকে লাল দানা (মেনিংগোকক্কাল মেনিনজাইটিস)

চিকিৎসা

সম্পাদনা

মেনিনজাইটিস নিশ্চিত হবার জন্য সুষুম্নাকাণ্ডের চারপাশের তরল নিয়ে পরীক্ষা করা হয়। দায়ী পরজীবি শনাক্ত করে সে অনুযায়ী ব্যাকটেরিয়া নিরোধক (অ্যান্টিবায়োটিক), ভাইরাস নিরোধক ( অ্যান্টিভাইরাল) অথবা ছত্রাক নিরোধক (অ্যান্টিফাঙ্গাল) ঔষধ ব্যবহার করা হয়। এছাড়াও স্টেরয়েড এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. pmhdev। "Meningitis - National Library of Medicine" 
  2. "Meningitis" 
  3. Liddell HG, Scott R (১৯৪০)। "μήνιγξ"। A Greek-English Lexicon। Oxford: Clarendon Press। 

বহিঃসংযোগ

সম্পাদনা