মুহাম্মদ আল হারদান

মুহাম্মদ ইউসুফ আব্দুল্লা আল হারদান (আরবি: محمد الحردان‎, ইংরেজি: Mohammed Al-Hardan; জন্ম: ৬ অক্টোবর ১৯৯৭; মুহাম্মদ আল হারদান নামে সুপরিচিত) হলেন একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাহরাইনী ক্লাব আল খালিদিয়াহ এবং বাহরাইন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ আল হারদান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ ইউসুফ আব্দুল্লা আল হারদান
জন্ম (1997-10-06) ৬ অক্টোবর ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান মুহাররাক, বাহরাইন
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল খালিদিয়াহ
যুব পর্যায়
আল মুহাররাক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ আল মুহাররাক (২)
২০১৮–২০১৯ ভাইলে (০)
২০১৮স্ফিনতুল গেওর্গে (ধার) (০)
২০১৯আইগিনিয়াকোস (ধার) (০)
২০১৯–২০২০ আল মুহাররাক (০)
২০২০–২০২১ রিফফা
২০২১– আল খালিদিয়াহ
জাতীয় দল
২০১৬ বাহরাইন অনূর্ধ্ব-১৯ (৩)
২০১৭ বাহরাইন অনূর্ধ্ব-২০ (২)
২০১৮– বাহরাইন অনূর্ধ্ব-২৩ (২)
২০১৮– বাহরাইন ১৬ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৫০, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫০, ২০ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বাহরাইনী ফুটবল ক্লাব আল মুহাররাকের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে হারদান ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, বাহরাইনী ক্লাব আল মুহাররাকের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল মুহাররাকের হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৮–১৯ মৌসুমে তিনি ডেনীয় ক্লাব ভাইলেতে যোগদান করেছেন।.[১] পরবর্তীকালে, তিনি স্ফিনতুল গেওর্গে, আইগিনিয়াকোস, আল মুহাররাক এবং রিফফার হয়ে খেলেছেন।[২][৩] ২০১৯–২০ মৌসুমে, তিনি রিফফা হতে বাহরাইনী ক্লাব আল খালিদিয়াহে যোগদান করেছেন।

২০১৬ সালে, হারদান বাহরাইন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাহরাইনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত বাহরাইনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে বাহরাইনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাহরাইনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৬ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুহাম্মদ ইউসুফ আব্দুল্লা আল হারদান ১৯৯৭ সালের ৬ই অক্টোবর তারিখে বাহরাইনের মুহাররাকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

হারদান বাহরাইন অনূর্ধ্ব-১৯, বাহরাইন অনূর্ধ্ব-২০ এবং বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাহরাইনের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৮ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ২০ বছর ও ১১ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী হারদান ফিলিপাইনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাহরাইনের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচটি বাহরাইন ১–১ গোলে ড্র করেছিল।[৬] বাহরাইনের হয়ে অভিষেকের বছরে হারদান সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২০ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাহরাইন ২০১৮
২০১৯
২০২০
২০২১
সর্বমোট ১৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "زويد: احتراف عبد الله يوسف بالتشيك جسر لدوريات أكبر"Gulf News (Arabic ভাষায়)। Ali Al-Basha। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮ 
  2. "VB loans out Mohammed Al-Hardan"vejle-boldklub.dk। ১৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮ 
  3. Vejle udlejer midtbanespiller til græsk klub, bold.dk, 29 January 2019
  4. "Bahrain - Philippines 1:1 (Friendlies 2018, September)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  5. "Bahrain - Philippines, Sep 6, 2018 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 
  6. Strack-Zimmermann, Benjamin (৬ সেপ্টেম্বর ২০১৮)। "Bahrain vs. Philippines (1:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা