মুহাম্মদ আলী অরিক

বাংলাদেশী রাজনীতিবিদ

মুহাম্মদ আলী অরিক বাংলাদেশের যশোর জেলার রাজনীতিবিদযশোর-৬ আসনের সংসদ সদস্য[১][২]

মুহাম্মদ আলী অরিক
যশোর-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
পূর্বসূরীতবিবর রহমান সর্দার
উত্তরসূরীমুহাম্মদ ওয়াক্কাস
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রাথমিক জীবন সম্পাদনা

মুহাম্মদ আলী অরিক যশোর জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

আলী অরিক ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  2. Chakravarti, S. R. (১৯৮৮)। Bangladesh, the Nineteen Seventy-nine Elections (ইংরেজি ভাষায়)। South Asian Publishers। আইএসবিএন 978-81-7003-088-1