মুহম্মদ সালেহ বাঙ্গালী

মাওলানা মুহম্মদ সালেহ বাঙ্গালী (ফার্সি: محمد صالح بنگالی) ছিলেন অষ্টাদশ শতাব্দীর একজন আলেমে দ্বীন। তাঁর বিষয়ে আব্দুল হাই লখনবী এবং মুহম্মদ ইসহাক ভট্টির গ্রন্থসমূহে উল্লেখ করা হয়েছে, যেখানে তাকে ফেকহ, উসূলে ফেকহ, হেকমৎ, কালাম এবং মনতেকের ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় আলেম ডাকা হয়। [১]


মুহম্মদ সালেহ বাঙ্গালী
ব্যক্তিগত তথ্য
জন্মসপ্তদশ শতাব্দী খ্রীঃ
মৃত্যুঅষ্টাদশ শতাব্দী খ্রীঃ
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
শিক্ষালয়হানাফি
মুসলিম নেতা
শিক্ষকশিহাবউদ্দীন গোপামবী
মীর জাহেদ হরবী
কাজের মেয়াদঅষ্টাদশ শতাব্দী খ্রীঃ
শিক্ষার্থী
  • কুতুবউদ্দীন গোপামবী

জিন্দেগী সম্পাদনা

পুরনো গ্রন্থে মুহম্মদ সালেহের নামের সাথে বাঙ্গালী প্রত্যয় যুক্ত পাওয়া যায়। তিনি হিন্দুস্তানে গোপামউ শহরের কাজী শিহাব উদ্দিনের অধীনে দ্বীনি তালীম অর্জন করেন। [২] এর বাদে, তিনি মীর জাহেদ হরবীর (ওফাত: ১৬৮৯ খ্রীষ্টাব্দ) হালাকায় যোগদান করেন। হরবী ছিলেন শাহ আব্দুর রহীমের অন্যতম ওস্তাদ এবং মোগল শাহী দরবারে একজন কাজী হিসাবে কাজ করতেন। ওস্তাদ থেকে তিনি অনেক উপকৃত হয়েছেন। [৩] এরপর সালেহ সাহেব নিজে দ্বীনি তালিম দেওয়ার এজাজত পান। তাঁর অনেক শাগরেদের মধ্যে ছিলেন কুতুব উদ্দিন, যিনি ছিলেন তাঁর সাবেক ওস্তাদ শিহাব উদ্দিনের অন্যতম ছেলে, এবং কুতুব উদ্দিন নিজেও একজন কাজী হয়েছিলেন। কুতুব উদ্দিন তাঁর ওস্তাদের কাছ থেকে হরবী সাহেবের ইসনাদ সন্ধান করেছেন, এবং তিনি মোল্লা মাজদুদ্দিনের ওস্তাদ ছিলেন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মহম্মদ হিফজুর রহমান আল-কুমিল্লাঈ (২০১৮)। "الشيخ الفاضل محمد صالح البنغالي" [শায়খে ফাজেল মুহম্মদ সালেহ আল-বাঙ্গালী]। كتاب البدور المضية في تراجم الحنفية (আরবি ভাষায়)। দারুস সালেহ। 
  2. Khan, Abdussalam (১৯৯৬)। بر صغير كے علماءے معقولات و انكى تصنيفات (উর্দু ভাষায়)। Khuda Bakhsh Oriental Library 
  3. Bhatti, Muhammad Ishaq (১৯৮১)। "شیخ محمد صالح بنگالی"। Fuqaha-e-HindRekhta (উর্দু ভাষায়)। Mohammad Ashraf Daar। পৃষ্ঠা 190। 
  4. Abd al-Hayy al-Lucknawi (১৯৫১)। Nuzhat al-khawatir। Maṭbaʻat Dāʹirat al-Maʻārif al-ʻUthmānīyah।