মুস্তাদরাকে হাকিম

হাদিসের সংকলন | ইমাম হাকিম নিশাপুরী
(মুস্তাদরাক আল হাকিম থেকে পুনর্নির্দেশিত)

মুস্তাদরাক আল হাকিম (আরবি: مستدرك الحاكم) হল পাঁচ খন্ডের একটি প্রসিদ্ধ হাদিস সংকলন গ্রন্থ। গ্রন্থটির প্রকৃত নাম হল আল মুস্তাদরাক আলাস সাহিহাইন (আরবি: المستدرك على الصحيحين)। ইসলামি পণ্ডিত প্রসিদ্ধ সুন্নি মুহাদ্দিস হাকিম নিশাপুরী (নিশাপুর ইরানে অবস্থিত) এটি রচনা করেন। তিনি ৭২ বছর বয়সে হিজরি ৩৯৩ সালে (১০০২-১০০৩ খ্রিঃ) এটি লিখেছিলেন।

আল মুস্তাদরাক আলাস সাহিহাইন
লেখকহাকিম নিশাপুরী
ভাষাআরবি
বিষয়المستدرك على الصحيحين
ধরনহাদিস সংকলন

বর্ণনা সম্পাদনা

গ্রন্থটিতে ৯০৪৫ হাদিস রয়েছে।[১] তিনি দাবি করেছিছেন যে, এর হাদিসগুলো সহিহ বুখারি বা সহিহ মুসলিম বা উভয়ের শর্ত অনুসারে সহিহ ছিল।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এই পরিসংখ্যানগুলি ইবনে আল-মুলাক্কিনের মুখতাসার ইস্তিদরক আল-ধহাবি, ৮-৯ এর সম্পাদকীয় ভূমিকা থেকে নেওয়া হয়েছে। "Archived copy"। ২০০৮-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৫-১১-১১ 
  2. arshad। "Major Collections of Hadith"। Members.cox.net। ২০১০-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১০