মুসলিম সাইফি (এদের কখনও কখনও মুসলিম বারহাইও বলা হয়) একটি মুসলিম সম্প্রদায় যাদের বসবাস প্রধানত উত্তর ভারতে । তারা সাইফি নামেও পরিচিত যা মুসলিম উপ-জাতির কামার এবং ছুতারদের নির্দেশ করে। নেপালের তরাই অঞ্চলেও অল্প সংখ্যক মুসলিম বারহাই পাওয়া যায়। সম্প্রদায়টিকে কখনও কখনও সাইফি বা সিন্ধু পাকিস্তানের তরখান রাজবংশের তরখান বংশধর হিসাবেও উল্লেখ করা হয়। [২]

লোহার এবং বারহাই
মোট জনসংখ্যা
৫৮৪,০০০ [১]
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
 ভারত   নেপাল
ভাষা
হিন্দিউর্দু
ধর্ম
ইসলাম ১০০% •
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
• বারহাই • সাইফি • লোহার

উৎপত্তি সম্পাদনা

সম্প্রদায়টির নাম বারহাই শব্দ থেকে এসেছে। হিন্দিতে বারহাই অর্থ কাঠমিস্ত্রি। তাদের নিজস্ব ঐতিহ্য অনুসারে, তারা ভারতে আদি মুসলিম বসতি স্থাপনকারীদের বংশধর। তবে তারা সম্ভবত মধ্য এশিয়া থেকে আসা অভিবাসী।তারা তরখান নামেও পরিচিত।

উত্তরপ্রদেশে, বারহাই/সাইফির দুটি উপ-বিভাগ রয়েছে, তরখান এবং মুলতানি।মুলতান থেকে আসা অভিবাসীরা মুলতানি লোহার নামে পরিচিত।

এই দুটি গ্রুপের প্রত্যেকটি এন্ডোগ্যামাস। এদের প্রধানত দোয়াব এবং রোহিলখন্ড অঞ্চলে পাওয়া যায়। এরা হিন্দি উপভাষায় কথা বলে। সম্প্রদায়টিকে অন্যান্য অনগ্রসর শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে।সাইফি শব্দটি দ্বারা মধ্যযুগীয় সময়ে তরোয়াল নির্মাতাদের বোঝানো হতো। [২] [৩]

বর্তমান পরিস্থিতি সম্পাদনা

বারহাইদের বেশিরভাগই এখন আর ছুতারের কাজ করে না ।এখন তারা অনেকেই কৃষিকাজ করে। তারা মূলত ছোট এবং মাঝারি আকারের কৃষক। যদিও একটি বড় সংখ্যক কৃষি শ্রমিক, বহু বর্ণ এবং বহু ধর্মীয় বসতিতে বাস করে।কিন্তু তারা তাদের নিজস্ব স্বতন্ত্র জায়গায় বাস করে। প্রতিটি বন্দোবস্তের একটি বর্ণ পরিষদ আছে যা পঞ্চায়েত নামে পরিচিত।এটি সামাজিক নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসেবে কাজ করে। এটি আন্তঃ সম্প্রদায়ের বিরোধের সাথে সাথে সাম্প্রদায়িক নিয়ম ভঙ্গকারীদেরও শাস্তি প্রদান করে। যদিও তারা শেখ, গাদ্দি, আনসারি, রাজপুত মুসলিম এবং দোয়াবের কাসাব এবং রোহিলখণ্ডের মুসলিম তেলি, মুসলিম বানজারা, বাগবান এবং রোহিল্লার মতো অন্যান্য মুসলিম গোষ্ঠীর খুব কাছাকাছি বাস করে তবুও তাদের মধ্যে খুব কম মিথস্ক্রিয়া রয়েছে এবং আন্তঃবিবাহ হয়না বললেই চলে। একমাত্র দল যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হয় তা হল সাইফি এবং এর মধ্যে অন্তর্বিবাহ হয়। প্রতিবেশী হিন্দু গোষ্ঠী যেমন জাট এবং গুজ্জরদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। [২]

বারহাইরা হল বেরেলভী ও দেওবন্দী সম্প্রদায়ের সুন্নি মুসলিম । তারা উর্দু এবং হিন্দির বিভিন্ন উপভাষায় কথা বলে। উত্তরপ্রদেশের অন্যান্য মুসলমানদের মতোই তাদের সেখানেও রীতিনীতি রয়েছে। [৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

আরিফ লোহার, পাকিস্তানি গায়ক

তথ্যসূত্র সম্পাদনা

  1. "People Groups | Joshua Project" 
  2. People of India Uttar Pradesh, Volume XLII Part One, edited by A Hasan & J C Das, pp. 190-193.
  3. Nagendra Kr Singh; Abdul Mabud Khan (২০০১)। Encyclopaedia of the World Muslims: Tribes, Castes and Communities। Global Vision। পৃষ্ঠা 1248–। আইএসবিএন 978-81-87746-07-2 
  4. People of India Uttar Pradesh, Volume XLII Part One, edited by A Hasan & J C Das, p. 243.