রোহিলখণ্ড (পূর্বে রামপুর রাজ্য) হল ভারতের উত্তর প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল, যেটি বেরেলি ও মোরাদাবাদ বিভাগে অবস্থিত। এটি সিন্ধু-গাঙ্গেয় সমভূমি অংশ এবং রোহিলা উপজাতির নামে এটির নামকরণ করা হয়েছে। সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারতরামায়ণে এই অঞ্চলটিকে মধ্যদেশ ও পাঁচাল বলা হয়েছে। []

রোহিলখণ্ড
An old Painting of the dargah of ruler of Rohilkhand, Sardar Hafiz Rahmat Khan
অবস্থান উত্তর প্রদেশ
রাষ্ট্র প্রতিষ্ঠিত: ১৬৯০
ভাষা হিন্দি, প্রমিত উর্দু, ইংরেজির কৌরবী উপভাষা। পূর্বে: রোহিলা উর্দু ও পশতু
রাজবংশ পাঞ্চাল (মহাভারত যুগ)
মুঘল (১৫২৬-১৭৩৬)
রোহিলা (১৭৩৬-১৮৫৮)
ঐতিহাসিক রাজধানী বেরেলি, বুদাউন, রামপুর
বিচ্ছিন্ন সুবা আমরোহা, বাহজোই, বেরেলি, বিজনোর, বুদাউন, কাকরালা, খুতার, মোরাদাবাদ, নাজিবাবাদ, পিলিভীত, রামপুর, শাহজাহানপুর
উত্তর প্রদেশের অঞ্চলগুলি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rohilkhand | historical region, India"Encyclopedia Britannica। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২৭