মুড়াগাছা সরকারি কলেজ

মুড়াগাছা সরকারি কলেজ[১] নদিয়া জেলার একটি সাধারণ ডিগ্রি মহাবিদ্যালয়। এটি ২০১৫ সালে মুড়াগাছায় প্রতিষ্ঠিত হয়। মহাবিদ্যালয়টি কলা ও বিজ্ঞান এই দু'টি ধারার বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্স সরবরাহ করে।। এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মহাবিদ্যালয়।[২]

মুড়াগাছা সরকারি মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত২০১৫; ৯ বছর আগে (2015)
অবস্থান, ,
৭৪১১৫৪
,
২৩°৩২′১০″ উত্তর ৮৮°২৪′৩৪″ পূর্ব / ২৩.৫৩৬২৪১৩° উত্তর ৮৮.৪০৯৪৪৮১° পূর্ব / 23.5362413; 88.4094481
শিক্ষাঙ্গনগ্রামীণ
অধিভুক্তিকল্যাণী বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটমুড়াগাছা সরকারি
মানচিত্র

বিভাগ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ তালিকা আকারে প্রকাশ করা হল:

বিজ্ঞান কলা
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • এডুকেশন বিভাগ


অনুমোদিত সম্পাদনা

কলেজটি ২০১৫ সাল থেকে কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ইউজিসি অনুমোদিত।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১ 
  2. "Affiliated College of University of Kalyani"। ২০১২-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।