মিজাবে রহমত হচ্ছে মুসলমানদের [দুনিয়ায় আল্লাহর পবিত্র ঘরের একটি অংশ ,পবিত্র কাবা ঘর মুসলিম মিল্লাতের সিজদাহ্ স্হল]] কাবা শরিফের উত্তর পার্শ্বের দেওয়াল হাতিম বরাবর অবস্থিত আরেকটি দেওয়াল। এই দুই দেয়ালের মধ্যবর্তী স্হানে কাবা ঘরের ছাদের পানি পরে।উক্ত দুই দেওয়ালের মধ্যবর্তী স্হানে প্রবেশ করা ও নামায পড়ার ঠিক তেমনই ছওয়াব যেমনটি কাবা ঘরের ভিতরে ইবাদত করার ও প্রবেশ করার।একে হাতীম এবং হিজর বলা হয়।

নামকরণ

সম্পাদনা

বৃষ্টির সময় এই পরনালা দিয়েই কাবা ঘরের ছাদের পানি নিচে নেমে আসে বলে এর নাম মিজাবে রহমত।

ধর্মীয় বিশ্বাস

সম্পাদনা

ইসলাম ধর্মমতে, মিজাবে রহমতের নিচে নামাজ পড়ে কোন দোয়া করলে তা কবুল হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পুণ্যময় হজ"প্রথম আলো, ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ প্রকাশিত সংখ্যা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫