মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়

বরিশাল জেলার শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়

মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি: Malihara Ananta Narayan Secondary School) বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।[২]

মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয়
Malihara A.N. Secondary School
ঠিকানা
ভাঙ্গা-বরিশাল মহাসড়ক

মাহিলাড়া, গৌরনদী উপজেলা

তথ্য
প্রাক্তন নামমাহিলাড়া অনন্ত নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল২ জানুয়ারি ১৯১৯; ১০৫ বছর আগে (1919-01-02)
প্রতিষ্ঠাতাঅনন্ত নারায়ণ সেন মজুমদার
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডবরিশাল বোর্ড
বিদ্যালয় জেলাবরিশাল জেলা
ইআইআইএন১০০৬৭১
শিক্ষকমণ্ডলী১৮ জন
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা১৫০০ (প্রায়)
শ্রেণী৬ষ্ঠ-১০ম
শিক্ষা ব্যবস্থাবাংলা মাধ্যম
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ২০টি
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৫ একর (২০,০০০ মি)
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
হাউস
  • দ্বিতল ০৩টি
  • একতলা ০২টি

ইতিহাস

সম্পাদনা

১৯১৯ সালে মাহিলাড়া অনন্ত নারায়ন উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠ করেন মাহিলাড়া গ্রামের বাসিন্দা অনন্ত নারায়ণ সেন মজুমদার। বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯৩৫ সালে স্বীকৃতি পায়।[৩]

প্রতিষ্ঠাতা

সম্পাদনা

অনন্ত নারায়ন সেন মজুমদার মাহিলাড়া গ্রামের ব্যক্তি ও তৎকালীন এলাহাবাদ হাই কোর্টের চীফ জাসটিস ছিলেন।

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সদর দপ্তর মাহিলাড়ায় অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা