মাসুদ জানি (ফার্সি: مسعود جاني ) ১২৪৭-১২৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন।

জালালউদ্দিন
মাসুদ জানি
বাংলার গভর্নর
কাজের মেয়াদ
১২৪৭-১২৫১
সার্বভৌম শাসকনাসিরউদ্দিন মাহমুদ
পূর্বসূরীতুগলক তামার খান
উত্তরসূরীমালিক ইখতিয়ারউদ্দিন ইয়ুজবাক

জীবন সম্পাদনা

মাসুদ পূর্বের বাঙালি গভর্নর আলাউদ্দিন জানির ছেলে ছিলেন।[১]

১২৪৭ সালে বিদ্রোহী তুঘলক তামর খানের মৃত্যুর পর মাসুদ জানি বাংলার গভর্নর নিযুক্ত হন।[২] তিনি প্রদেশের পুরাতন রাজধানী লখনৌতিতে একটি ওড়িয়া গ্যারিসনকে পরাজিত করার পর মালিক আল-মুলুক উশ-শার্ক (পূর্বের রাজাদের রাজা) উপাধি গ্রহণ করেন, কিন্তু তার সৈন্যদের মধ্যে বিদ্রোহ এবং তামর খানের অনুগতরা তাকে এই বিজয়কে একত্রিত করতে বাধা দেয়। ১২৪৯ সালে তিনি পুরাতন মালদার গঙ্গারামপুরে একটি পবিত্র ভবন সংস্কার করেন যা মূলত সুলতান ইলতুতমিশ শাসনামলে নির্মিত হয়েছিল। শিলালিপিতে জানিকে উল্লেখ করা হয়েছে "মহান রাজা, জালাল আল-হাক্কাদ ওয়াদ-দিন, পূর্বের রাজা মাসুদ শাহ জানি"। (আরবি: ملك المعظم جلال الحق والدين ملك الملوك الشرق مسعود شاه جاني, প্রতিবর্ণীকৃত: মালিক আল-মুয়াজ্জামজালাল আল-সাক ওয়াদ-দিন মালিক আল-মুলুক আশ-মাসুদ শাহ জানি)।[৩]

পূর্ব গঙ্গা সাম্রাজ্যের রাজা নরসিংহ দেবের বিরুদ্ধে চার বছরের অসফল যুদ্ধের পর ১২৫১ সালে আরো দক্ষ মালিক ইখতিয়ারুদ্দিন ইয়ুজবাকের পক্ষে মাসুদ জানিকে পদ থেকে অপসারণ করা হয়।[৪]

পূর্বসূরী
তুগলক তামার খান
মামলুক সালতানাতের বাংলার গভর্নর
1247-1251
উত্তরসূরী
মালিক ইখতিয়ারউদ্দিন ইয়ুজবাক

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Syed Amirul Islam (১৯৮৭)। বাংলাদেশ ও ইসলাম: ইতিহাসের প্রেক্ষাপটে পর্যালোচনা। কালীকোলমা প্রকাশনী। পৃষ্ঠা ৫৬। 
  2. Singh, Pradhuman (২০২১-০১-১৯)। Bihar General Knowledge Digest (ইংরেজি ভাষায়)। Prabhat Prakashan। পৃষ্ঠা ৭০। আইএসবিএন 978-93-5266-769-7 
  3. Ahmad Hasan Dani। "Analysis of the Inscriptions"। Asiatic Society Of Pakistan Vol-ii। পৃষ্ঠা 2। 
  4. Lees, William Nassau (১৮৬৩)। The Tabaqát-i násiri of Aboo Omar Minhaj al-Dín Othmán, ibn Siráj al-Dín al-Jewzjani