মাসাতোশি কোশিবা
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
মাসাতোশি কোশিবা (জাপানি: 小柴 昌俊) একজন জাপানি পদার্থবিজ্ঞানী। তিনি ২০০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
মাসাতোশি কোশিবা 小柴 昌俊 | |
---|---|
![]() মাসাতোশি কোশিবা, ২০০২ সালে | |
দেশীয় নাম | 小柴 昌俊 |
জন্ম | তোয়োহাসি, আইচি, জাপান | ১৯ সেপ্টেম্বর ১৯২৬
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয় টোকিও বিশ্ববিদ্যালয় Tokai University |
প্রাক্তন ছাত্র | টোকিও বিশ্ববিদ্যালয় রোচেস্টার বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Morton F. Kaplon |
অন্যান্য শিক্ষায়তনিক উপদেষ্টা | সিন-ইতিরো তোমোনাগা Takahiko Yamanouchi |
পিএইচডি ছাত্ররা | Yoji Totsuka |
অন্যান্য উল্লেখযোগ্য ছাত্র | তাকাকি কাজিটা |
পরিচিতির কারণ | জ্যোতিঃপদার্থবিজ্ঞান, নিউট্রিনো |
উল্লেখযোগ্য পুরস্কার | Humboldt Prize (1997) পদার্থবিজ্ঞানে ওলফ প্রাইজ (২০০০) ![]() |
জীবনীসম্পাদনা
কোশিবা টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে গ্র্যাজুয়েট হন এবং ১৯৫৫ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালের জুলাই থেকে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৮ সালের মার্চ থেকে ১৯৬৩ সালের অক্টোবর পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার স্টাডিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।