মালতেপে মসজিদ
মালতেপে মসজিদ (তুর্কি: Maltepe Camii অনুঃ মালতেপে জামে মসজিদ) তুরস্কের আঙ্কারায় অবস্থিত মসজিদ। তুরস্কের স্থাপত্যশৈলীতে বর্গাকার জমির উপর নির্মিত মসজিদটি দুই মিনার ও একটি এক গম্ভুজবিশিষ্ট। আঙ্কারার মালতেপে শহরতলীতে অবস্থিত মসজিদটি ১৯৫৪ সালে স্থাপিত, এবং ১৯৫৯ হতে সক্রীয়। এটি আঙ্কারার অপর জনপ্রিয় কোজাতেপে মসজিদের পাশাপাশি অন্যতম পরিচিত মসজিদ।[১][২] নিয়মিত সালাত আদায় ছাড়াও মসজিদটি মহিলাদের কুরআন শিক্ষা ও জানাজার জন্য ব্যবহৃত হয়।
মালতেপে মসজিদ | |
---|---|
Maltepe Camii | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হানাফি |
যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | সক্রীয় |
অবস্থান | |
অবস্থান | আঙ্কারা, তুরস্ক |
স্থানাঙ্ক | ৩৯°৫৫′২৯″ উত্তর ৩২°৫০′৪৯″ পূর্ব / ৩৯.৯২৪৭২° উত্তর ৩২.৮৪৬৯৪° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | রিকাই আকসায় |
ভূমি খনন | ১৯৫৪ |
সম্পূর্ণ হয় | ১৯৫৯ |
বিনির্দেশ | |
দৈর্ঘ্য | ২০ মি (৬৬ ফু) |
প্রস্থ | ২০ মি (৬৬ ফু) |
গম্বুজের উচ্চতা (বাহিরে) | ৩০ মি (৯৮ ফু) |
মিনার | ২ |
মিনারের উচ্চতা | ৫০ মি (১৬০ ফু) |
অবস্থান
সম্পাদনামালতেপে মসজিদটি আঙ্কারা শহরের মালতেপে অঞ্চলে অবস্থিত,এটির ভৌগোলিক অবস্থান ৩৯°৫৫′২৯″ উত্তর ৩২°৫০′৪৯″ পূর্ব / ৩৯.৯২৪৭২° উত্তর ৩২.৮৪৬৯৪° পূর্ব। মসজিদটির পশ্চিমে ৯০০ মিটার (৩,০০০ ফুট) দুরত্বে মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ এবং পূর্বে ৬০০ মিটার (২,০০০ ফুট) দূরে আঙ্কারার সিহিয়ে স্কয়ার অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাএকটি বেসরকারী সংস্থার উদ্যোগ ও আগ্রহে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। রিকায় আকসায়ের স্থাপত্যনকশা অনুযায়ী মেহমেত ভারলিয়ার মসজিদটি নির্মাণ করেছিলেন। নির্মাণের আগে নির্মাণস্থল আঙ্কারার পৌরসভা দ্বারা পরিচ্ছন্ন ও পবিত্র করা হয়েছিল। ১৯৫৪ সালে মসজিদটির নির্মাণ শুরু হয় এবং ১৯৫৯ সালে সমাপ্ত হয়েছিল।[১]
গঠন ও শৈলী
সম্পাদনাউঠানসহ মালতেপে মসজিদের ৭,০১৯ বর্গমিটার (৭৫,৫৫০ বর্গফুট)। মসজিদটি নিকটবর্তী সড়ক হতে ৩০ মিটার উঁচু ঢিবির উপর নির্মিত, এটি একটি বর্গাকার ভূমির উপর নির্মিত, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০ মিটার (৬৬ ফুট)। শীতকালে মসজিদটির মেঝে গরম করার ব্যবস্থা যুক্ত আছে। মসজিদের দেয়ালের বহিরাবরণ, ভিত্তিতল হতে ৫ মিটার (১৬ ফুট) পর্যন্ত সিরামিক দিয়ে আবৃত। একক সবুজ গম্বুজটির উচ্চতা ৩০ মিটার (৯৮ ফুট)। প্রধান গম্বুজ ছাড়াও উত্তর দিকে ৫টি ছোট গম্বুজ আছে। এটির দুই মিনার ও একটি ঝুলন্ত বারান্দা সহ প্রতিটি ৫০ মিটার (১৬০ ফুট) উঁচু। বারান্দাতে উঠে আসার জন্য ১৪২ ধাপের সিঁড়ি আছে। তিনটি দরজা দিয়ে এই মসজিদে প্রবেশ করা যায়, একটি সম্মুখে, অপর দুইটি দরজা পাশে স্থাপিত। এটির সামনের ও পাশের জানালা গুলি দাগ প্রতিরোধি কাঁচ নির্মিত।[১]
মালতেপে মসজিদের গম্বুজের অভ্যন্তরে সূরা আল-ফাতিহা লেখা আছে। মসজিদের অভ্যন্তরে মেঝে হতে ৫ মিটার পর্যন্ত টালি বসানো, এর উপরে মার্বেলে খোদাই করে সূরা আত-তাগাবুন লেখা আছে। মসজিদের মূল অংশের বাইরে অজু করার স্থান, মহিলার কুরআন শিক্ষার ঘর এবং মসজিদের উঠানে কেবলার ডানদিকে পৃথক জানাজার স্থান এবং কৃত্রিম ঝর্ণা আছে।[১]
চিত্রশালা
সম্পাদনা-
মসজিদের সম্মুখভাগ
-
মসজিদের মিনার ও গম্ভুজসমূহ
-
১৯৭০ সালে মসজিদটির বহিঃদৃশ্য
-
নিকটবর্তী সড়ক হতে মসজিদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Ankara Maltepe Cami Gezi yazısı planı rehberi örneği turları butik oteller"। Gezi Yorumları | Gezi-yorum.Net (তুর্কি ভাষায়)। ২০২০-০৭-১৯। ২০১৭-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১।
- ↑ "MALTEPE CAMİİ TARİHÇESİ"। MALTEPE CAMİİ (তুর্কি ভাষায়)। ২০১৩-০৯-২৩। ২০১৩-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১।