মার্সিও সালোমাও ব্রাজাও রোসা (পর্তুগিজ: Márcio Rosa; জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৯৭; মার্সিও রোসা নামে সুপরিচিত) হলেন একজন কাবু ভের্দীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব মোন্তালেগ্রে এবং কাবু ভের্দি জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

মার্সিও রোসা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মার্সিও সালোমাও ব্রাজাও রোসা
জন্ম (1997-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান প্রাইয়া, কাবু ভের্দি
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোন্তালেগ্রে
জার্সি নম্বর ৯৭
যুব পর্যায়
২০০৫–২০১৩ ইপিআইএফ
২০১৩–২০১৪ কুমুনিদাদে
২০১৪–২০১৫ রিয়াল
২০১৫–২০১৬ শাভিস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ শাভিস (০)
২০১৬–২০১৭মোন্তালেগ্রে (ধার) ২৫ (০)
২০১৮ মোন্তালেগ্রে (০)
২০১৮–২০২১ কোভা পিয়েদাদে (০)
২০২১– মোন্তালেগ্রে ১৩ (০)
জাতীয় দল
২০১৮– কাবু ভের্দি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৩১, ১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩১, ১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্সিও ২০১৮ সালে কাবু ভের্দির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাবু ভের্দির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মার্সিও সালোমাও ব্রাজাও রোসা ১৯৯৭ সালের ২৩শে ফেব্রুয়ারি তারিখে কাবু ভের্দির প্রাইয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০১৮ সালের ৩রা জুন তারিখে, ২১ বছর, ৩ মাস ও ১১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মার্সিও অ্যান্ডোরার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাবু ভের্দির হয়ে অভিষেক করেছেন।[১][২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৪] ম্যাচটি ০–০ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট-আউটে কাবু ভের্দি ৪–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] কাবু ভের্দির হয়ে অভিষেকের বছরে মার্সিও সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
কাবু ভের্দি ২০১৮
২০২১
২০২২
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. SAPO। "Andorra vs Cabo Verde - SAPO Desporto" 
  2. "Andorra vs. Cabo Verde - 3 June 2018"Soccerway। ৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  3. "Andorra - Cape Verde 2:4 (Friendlies 2018, June)"worldfootball.net। ১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  4. "Andorra - Cape Verde, Jun 3, 2018 - International Friendlies - Match sheet"Transfermarkt। ৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  5. Strack-Zimmermann, Benjamin (২৫ জানুয়ারি ২০২২)। "Senegal vs. Cape Verde"National Football Teams। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা