মার্টিনা নাভ্রাতিলোভা
মার্টিনা নাভ্রাতিলোভা (চেক: Martina Navrátilová; জন্ম: ১৮ অক্টোবর ১৯৫৬) চেকস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণকারী বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ। অবসরপ্রাপ্ত চেক-আমেরিকান টেনিস খেলোয়াড় নাভ্রাতিলোভা একসময় আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বিশ্বের শীর্ষস্থানীয় ও সেরা প্রমিলা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন।[১] জন্মকালীন সময়ে তার নাম ছিল মার্টিনা সুবার্তোভা। তিনি তার সময়কালে টেনিস এককে, দ্বৈতে এবং মিশ্র দ্বৈতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। স্তন ক্যান্সারে আক্রান্ত নাভ্রাতিলোভা ফেব্রুয়ারি, ২০১০ সালে হাসপাতালে ভর্তি হন ও পরের মাসেই চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেন।[২]
![]() | |
দেশ | ![]() ![]() (১৯৭৫-বর্তমান) |
---|---|
বাসস্থান | সারাসোটা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র |
জন্ম | প্রাগ, চেকোস্লোভাকিয়া | অক্টোবর ১৮, ১৯৫৬
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) |
পেশাদারিত্ব অর্জন | ১৯৭৫ |
অবসর গ্রহণ | ১৯৯৪-১৯৯৯, ২০০৬ |
খেলার ধরন | বামহাতি |
পুরস্কার | $২১,৬২৬,০৮৯ (সর্বকালের মধ্যে ৬ষ্ঠ) |
টেনিস এইচওএফ | ২০০০ (সদস্য পাতা) |
একক | |
পরিসংখ্যান | ১,৪৪২-২১৯ (৮৬.৮%) |
শিরোপা | ১৬৭ ডব্লিউটিএ, ১ আইটিএফ (উন্মুক্ত যুগের রেকর্ড) |
সর্বোচ্চ র্যাঙ্কিং | ১নং (১০ জুলাই, ১৯৭৮) |
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল | |
অস্ট্রেলিয়ান ওপেন | জয় (১৯৮১, ১৯৮৩, ১৯৮৫) |
ফ্রেঞ্চ ওপেন | জয় (১৯৮২, ১৯৮৪) |
উইম্বলডন | জয় (১৯৭৮, ১৯৭৯, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৯০) |
ইউএস ওপেন | জয় (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৮৭) |
অন্যান্য প্রতিযোগিতা | |
ট্যুর ফাইনাল | জয় (১৯৭৮, ১৯৭৯, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬ (১), ১৯৮৬ (২)) |
দ্বৈত | |
পরিসংখ্যান | ৭৪৭-১৪৩ (৮৩.৯%) |
শিরোপা | ১৭৭৭ ডব্লিউটিএ, ৯ আইটিএফ (উন্মুক্ত যুগের রেকর্ড) |
সর্বোচ্চ র্যাঙ্কিং | ১নং (১০ সেপ্টেম্বর, ১৯৮৪) |
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল | |
অস্ট্রেলিয়ান ওপেন | জয় (১৯৮০, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯) |
ফ্রেঞ্চ ওপেন | জয় (১৯৭৫, ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮) |
উইম্বলডন | জয় (১৯৭৬, ১৯৭৯, ১৯৮১, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬) |
ইউএস ওপেন | জয় (১৯৭৭, ১৯৭৮, ১৯৮০, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৯, ১৯৯০) |
অন্যান্য দ্বৈত প্রতিযোগিতা | |
ট্যুর ফাইনাল | জয় (১৯৮০, ১৯৮১, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬(২), ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১)(সর্বকালের রেকর্ড) |
মিশ্র দ্বৈত | |
শিরোপা | ১৫ |
গ্র্যান্ড স্ল্যাম মিশ্র দ্বৈতের ফলাফল | |
অস্ট্রেলিয়ান ওপেন | জয় (২০০৩) |
ফ্রেঞ্চ ওপেন | জয় (১৯৭৪, ১৯৮৫) |
উইম্বলডন | জয় (১৯৮৫, ১৯৯৩, ১৯৯৫, ২০০৩) |
ইউএস ওপেন | জয় (১৯৮৫, ১৯৮৭, ২০০৬) |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনানাভ্রাতিলোভা ১৮বার গ্র্যান্ড স্ল্যাম এককে বিজয়ী হয়েছেন। ৩১বার মহিলাদের দ্বৈতে শিরোপা জয় করে সর্বকালের সেরা রেকর্ড গড়েন। এছাড়াও ১০বার প্রধান প্রধান প্রতিযোগিতার মিশ্র দ্বৈতে বিজয়ী হয়েছেন। উইম্বলডনের এককের ফাইনালে ১২বার অংশগ্রহণ করে রেকর্ডসংখ্যক ৯বার বিজয়ী হন। তন্মধ্যে ১৯৮২ থেকে ১৯৯০ সালে একাধারে অংশগ্রহণ করেন। তিনি এবং বিলি জিন কিং - প্রত্যেকেই ২০বার উইম্বলডন জয় করেন। মার্গারেট কোর্ট এবং ডরিস হার্টের সাথে তিনিও গ্র্যান্ড স্ল্যামের বক্সড সেট নামে পরিচিত গ্র্যান্ড স্ল্যামের একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত জয় করেন।
আধুনিক টেনিস যুগের এককে সর্বাধিক ১৬৭বার এবং দ্বৈতে ১৭৭বার জয় করে রেকর্ড সৃষ্টি করেন। এছাড়াও, সর্বাধিক ৭৪টি খেলায় ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন তিনি। ধারাবাহিকভাবে ১১বার প্রধান প্রতিযোগিতাগুলোর এককের ফাইনালে অংশ নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, স্টেফি গ্রাফ করেছেন ১৩বার। মহিলাদের দ্বৈতে প্যাম শ্রিভারের সাথে ১০৯টি খেলায় বিজয়ী হয়েছেন। উভয়ে ১৯৮৪ সালে প্রধান চারটি প্রতিযোগিতার শিরোপা জয় করেন।
মূল্যায়ন
সম্পাদনাসাবেক বিশ্বের ১নং মহিলা খেলোয়াড় বিলি জিন কিং নাভ্রাতিলোভা সম্পর্কে ২০০৬ সালে বলেছেন যে, "প্রমিলাদের টেনিস ইতিহাসের জীবিত খেলোয়াড়ের মধ্যে একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে তিনি সর্বোত্তম।"[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ""Sony Ericsson WTA Tour - Players - Info - Martina Navratilova"."। ১১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Martina Navratilova diagnosed with breast cancer
- ↑ Bonnie DeSimone (সেপ্টেম্বর ১১, ২০০৬)। "Act II of Navratilova's career ends with a win"। ESPN। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০০৭।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- মহিলাদের টেনিস অ্যাসোসিয়েশনে মার্টিনা নাভ্রাতিলোভা(ইংরেজি)
- ফেড কাপে মার্টিনা নাভ্রাতিলোভা (ইংরেজি)
- আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে মার্টিনা নাভ্রাতিলোভা (ইংরেজি)
- উপস্থিতি - সি-স্প্যানে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মার্টিনা নাভ্রাতিলোভা (ইংরেজি)
- গ্রন্থাগারে মার্টিনা নাভ্রাতিলোভা সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- মার্টিনা নাভ্রাতিলোভা দ্যা গার্ডিয়ান-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- "মার্টিনা নাভ্রাতিলোভা সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।
- "Wimbledon legends: Martina Navratilova" BBC profile
- "Martina was alone on top" ESPN
- outsports.com "Athlete, Author, Activist Martina Navratilova on Coming Out, the 'L Word,' Playing Hockey and Doing Your Part". Outsports
- Martina Navratilova's Health and Fitness Articles for AARP
টেমপ্লেট:Martina Navratilova start boxes টেমপ্লেট:I'm a Celebrity…Get Me out of Here! টেমপ্লেট:I'm a Celebrity…Get Me out of Here! UK Series 8 টেমপ্লেট:Dancing with the Stars Season 14