মার্কনি পুরস্কার

পুরস্কার
(মার্কনি প্রাইজ থেকে পুনর্নির্দেশিত)

মার্কনি পুরস্কার (ইংরেজি: Marconi Prize) যোগাযোগ (রেডিও, মোবাইল, বেতার, টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ, নেটওয়ার্ক এবং ইন্টারনেট) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি প্রদান করে মার্কনি ফাউন্ডেশন। বিজয়ীকে ১০০,০০০ আমেরিকান ডলার সম্মানী ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদেরকে মার্কনি ফেলো বলা হয়।

মার্কনি পুরস্কার
বিবরণযোগাযোগ মাধ্যমে উল্লেখযোগ্য অবদানের জন্য
দেশমার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাMarconi Society
প্রথম পুরস্কৃত১৯৭৫
ওয়েবসাইটMarconi Society site

পুরস্কারপ্রাপ্তদের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indo American Professor A J Paulraj wins Marconi Prize 2014"IANS। Biharprabha News। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪ 
  2. [১]