রবার্ট ইলিয়ট কান (ডিসেম্বর ২৩, ১৯৩৮) একজন আমেরিকান ইন্টারনেট উদ্যোক্তা, প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞানী যিনি ভিন্টন সার্ফ এর সাথে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল উদ্ভাবন করেছেন।

রবার্ট ইলিয়ট কান
Bob Kahn.jpg
জন্ম (1938-12-23) ২৩ ডিসেম্বর ১৯৩৮ (বয়স ৮৪)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনসিটি কলেজ অফ নিউ ইয়র্ক (বি.ই.ই.), প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (এম.এ., পিএইচ.ডি.)
পরিচিতির কারণটিসিপি/আইপি
পুরস্কারন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯৭
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম ২০০৫
টুরিং পুরস্কার ২০০৪
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহবেল ল্যাবস
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
বিবিএন
ডিএআরপিএ
কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ্‌স

কর্মজীবনসম্পাদনা

রবার্ট কান ১৯৬০ সালে সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ ও ১৯৬৪ সালে যথাক্রমে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বেল ল্যাব্‌স এ যোগদান করেন। ১৯৬৬ সালে তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। [১][২][৩]

সম্মানসূচক ডিগ্রিসম্পাদনা

পুরস্কারসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://amturing.acm.org/award_winners/kahn_4598637.cfm
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১২ 
  3. http://www.ieeeghn.org/wiki/index.php/Robert_Kahn

বহিঃসংযোগসম্পাদনা