মানিক দে
মানিক দে (জন্ম ১৮ অক্টোবর ১৯৫২) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর সদস্য। দে পশ্চিম ত্রিপুরা জেলার মজলিশপুর কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভার সদস্য ছিলেন। তিনি মানিক সরকার সরকারের প্রাক্তন বিদ্যুৎ, নগর উন্নয়ন, পল্লী উন্নয়ন ও পরিবহন মন্ত্রী ছিলেন।[১][২][৩]
ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক কর্মজীবন
সম্পাদনামানিক দে ১৮ অক্টোবর ১৯৫২ সালে চম্পকনগরে চন্দ্র দে এবং বাসন্তী দে-এর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। দে ছোটবেলা থেকেই রাজনীতিতে আগ্রহী ছিলেন। ১৯৭৮ সালে, ২৬ বছর বয়সে, তিনি পূর্ব দেবেন্দ্র নগরের পঞ্চায়েত প্রধান হন। ১৯৮৮ সালে, তিনি কমিউনিস্ট (মার্কসবাদী) পার্টির রাজ্য কমিটিতে যোগ দেন। বিধানসভার সদস্য হিসাবে তার সাফল্য ১৯৯৩ সালে ফিরে আসে, যখন তিনি মজলিশপুর, জিরানিয়া থেকে বিধানসভায় নির্বাচিত হন। ২০০৩ সালে, তিনি মানিক সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ মন্ত্রী হন। দে বর্তমান ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের রাজ্য কমিটির সভাপতি।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shri Manik Dey"। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ Railway Minister Suresh Prabhu Flags Off Rail Line In Tripura
- ↑ World Bank sanctions Rs 1,376 cr for Tripura power upgradation
- ↑ Deb, Dehraj (৮ জানুয়ারি ২০১৯)। "Tripura: CITU claims trade unions' strike had 'spontaneous support' of people, BJP says flop show"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।