ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র

সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিটু ভারতের একটি জাতীয় স্তরের শ্রমিক সংগঠন। ভারতের ত্রিপুরা, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কানপুর, অন্ধ্রপ্রদেশসহ সমগ্র ভারতবর্ষ জুড়ে এই শ্রমিক সংগঠনটির ব্যাপক প্রভাব রয়েছে। এটি ভারতের অন্যতম জাতীয় রাজনৈতিক দল সিপিআই(এম)-এর শ্রমিক শাখা।

সিটু
পূর্ণ নামসেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন
প্রতিষ্ঠাকাল১৯৭০
সদস্য৬০,৪০,০০০
অধিভুক্তিবিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন
প্রধান ব্যক্তিড. কে. হেমলতা, প্রেসিডেন্ট
তপন কুমার সেন, সেক্রেটারি
দপ্তরের অবস্থাননতুন দিল্লি, ভারত
দেশভারত
ওয়েবসাইটwww.citucentre.org
চতুর্থ সিটু পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের পোস্টার

ভারতীয় শ্রম মন্ত্রক কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ভারতে ৬০,৪০,০০০ জন সিটু সদস্য ছিল।[] তপন কুমার সেন এই শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এবং ড. কে. হেমলতা এই শ্রমিক ইউনিয়নের প্রথম মহিলা সভাপতি।[] সিটু ওয়ার্কিং ক্লাস (বাংলা- শ্রমিক শ্রেণী) নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করে থাকে।

এই শ্রমিক ইউনিয়নটি বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন-এর সাথে যুক্ত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CITU plans to expand its base in IT sector"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৬। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৪ 
  2. "A first: Woman elected CITU president"The Pioneer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩১ 
  3. World Federation of Trade Unions. Indian Trade Union Delegation visits Venezuelan Embassy in New Delhi

বহিঃসংযোগ

সম্পাদনা