মানবধর্ম সভা
মানবধর্ম সভা ছিল গুজরাট ও ব্রিটিশ ভারতের প্রথম দিকের সামাজিক-ধর্মীয় সংস্কার সংগঠনগুলির মধ্যে একটি। এটি ২২ জুন ১৮৪৪ সালে সুরতে দুর্গারাম মঞ্চরাম মেহতা, দাডোবা পান্ডুরং তর্খদকর এবং আরও কয়েকজন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সভার লক্ষ্য ছিল খ্রিস্টান, মুসলিম ও হিন্দুধর্মে বিদ্যমান ভণ্ড শিল্পকে প্রকাশ করা। এটির আয়ু খুব কম ছিল এবং ১৮৪৬ সালে দাডোবা বোম্বে চলে যাওয়ায় এবং ১৮৫২ সালে দুর্গারাম রাজকোটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কারণে এর অস্তিত্ব বন্ধ হয়ে যায়।[১][২][৩]
মানবধর্ম সভার মূল উদ্দেশ্য ছিল সত্য ও নৈতিকতার ভিত্তিতে সত্যধর্মের ইতিবাচক দিক তুলে ধরা। সংগঠনটি একেশ্বরবাদের ধারণাকে গ্রহণ করেছিল। সংগঠনটি প্রতি রবিবার জনসভার আয়োজন করত যেখানে বক্তারা জাতপাত ত্যাগ করতে, বিধবা পুনর্বিবাহকে উৎসাহিত করতে এবং মূর্তিপূজা বন্ধ করার পরামর্শ দিতেন। সংগঠনের প্রধান কর্মকাণ্ড ছিল সমাজ থেকে কুসংস্কার বিলুপ্ত করা এবং মানুষ যাতে কালো জাদু, জাদুবিদ্যা এবং এই জাতীয় অন্যায় কাজ না করে তা নিশ্চিত করা।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jones, Kenneth W. (১৯৮৯)। Socio-Religious Reform Movements in British India। Cambridge University Press। পৃষ্ঠা 137। আইএসবিএন 978-0-521-24986-7।
- ↑ Haynes, Douglas E. (১৯৯১)। Rhetoric and Ritual in Colonial India: The Shaping of a Public Culture in Surat City, 1852-1928 । University of California Press। পৃষ্ঠা 116। আইএসবিএন 978-0-520-06725-7।
- ↑ From Plassey to Partition, Sekhara Bandyopadhya, p 153, আইএসবিএন ৮১-২৫০-২৫৯৬-০
- ↑ Thaker, Dhirubhai; Desai, Kumarpal, সম্পাদকগণ (২০০৭)। "Social Reforms in Gujarat"। Gujarat। Ahmedabad: Smt. Hiralaxmi Navanitbhai Shah Dhanya Gurjari Kendra, Gujarat Vishvakosh Trust। পৃষ্ঠা 78। ওসিএলসি 680480939।
ভারতীয় ইতিহাস-সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |