মাদান (ميداس) হাদীসে বর্ণিত মুহাম্মদের দাস ছিলেন। [১]

তিনি ছিলেন একজন আফ্রিকান দাস। ৬২৮ খ্রিস্টাব্দে রিফাহ বিন জায়েদ নামে এক ব্যক্তি মুহাম্মাদকে দিয়েছিলেন।

খাইবার যুদ্ধে মদিনা থেকে ৩৬০ কিমি উত্তরে ওয়াদিউল কুরা [২] নামক স্থানে, গণীমতের মাল থেকে একটি আলখাল্লা চুরির জন্য তাকে তীর মারা হয়েছিল। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Translation of the Meanings of Summarized Sahih Muslim (Darussalam, 2000).
  2. Timothy Power, The Red Sea from Byzantium to the Caliphate: AD 500–1000(I.B.Tauris, 2012) p115.
  3. Sunan an-Nasa'i 3827.