মাত্তিয়া দে শিল্যিও

ইতালীয় ফুটবলার

মাত্যিয়া দি শিল্যিও (ইতালীয়: Mattia De Sciglio, ইতালীয় উচ্চারণ: [matˈtiːa de ˈʃʃiʎʎo]; জন্ম ২০ অক্টোবর ১৯৯২) একজন ইতালীয় ফুটবলার যিনি সিরি এ ক্লাব মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে খেলেন। তিনি মুলত একজন রক্ষণভাগের খেলোয়াড়

মাত্যিয়া দি শিল্যিও
দি শিল্যিও মিলানের হয়ে (আগস্ট ২০১২)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাত্যিয়া দি শিল্যিও
জন্ম (1992-10-20) ২০ অক্টোবর ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান মিলান, ইতালি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান ফুল ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
মিলান
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০১-২০০২ চিমিয়ানো
২০০২-২০১১ মিলান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১– মিলান ৩৫ (০)
জাতীয় দল
২০১০-১১ ইতালি অনূর্ধ্ব ১৯ জাতীয় ফুটবল দল (১)
২০১১-১২ ইতালি অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দল (০)
২০১২ ইতালি অনূর্ধ্ব ২১ জাতীয় ফুটবল দল 5 (০)
2013– ইতালি জাতীয় ফুটবল দল (0)
অর্জন ও সম্মাননা
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
Association football
FIFA Confederations Cup
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান Brazil 2013
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ জানুয়ারি ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩০ জুন ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

সম্পাদনা

দশ বছর বয়সে আসেন মিলানের অ্যাকাডেমিতে । মিলানের মূল দলের হয়ে অভিষেক হয় ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ম্যাচে, ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে । ২০১২ সালের ১০ এপ্রিল সিরি-আ অভিষেক হয় শিয়েভোর বিরুদ্ধে ম্যাচে ।

আন্তর্জাতিক ক্যারিয়ার

সম্পাদনা

ইতালি জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২১ মার্চ ২০১৩ ব্রাজিলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে।

তথ্যসূত্র

সম্পাদনা