মাত্তিয়া জাক্কায়নি

ইতালীয় ফুটবল খেলোয়াড়

মাত্তিয়া জাক্কায়নি (ইতালীয়: Mattia Zaccagni; জন্ম: ১৬ জুন ১৯৯৫) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব লাৎসিয়ো এবং ইতালি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মাত্তিয়া জাক্কায়নি
২০২১ সালে লাৎসিয়োর হয়ে জাক্কায়নি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-06-16) ১৬ জুন ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান চেসেনা, ইতালি
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লাৎসিয়ো
জার্সি নম্বর ২০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৮, ১৬ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জাক্কায়নি ২০২২ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মাত্তিয়া জাক্কায়নি ১৯৯৫ সালের ১৬ই জুন তারিখে ইতালির চেসেনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০২২ সালের ২৯শে মার্চ তারিখে, ২৬ বছর, ৯ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জাক্কায়নি তুরস্কের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইতালির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় নিকোলো জানিওলোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২০ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইতালি ৩–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইতালির হয়ে অভিষেকের বছরে জাক্কায়নি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৬ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইতালি ২০২২
২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা