মাচোই পর্বত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত একটি পর্বত।

মাচোই পর্বত
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৫,৪৫৮ মিটার (১৭,৯০৭ ফুট)
ভূগোল
অঞ্চলIN
মূল পরিসীমাহিমালয়
আরোহণ
প্রথম আরোহণ১০ই সেপটেম্বর ১৯৮৪
ভারতীয় সেনাবাহিনী
সহজ পথঅমরনাথ গুহার ডানদিক বরাবর

অবস্থান

সম্পাদনা

মাচোই পর্বত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের গান্দরবল জেলায় অবস্থিত ১৭,৯০৭ ফুট (৫,৪৫৮ মিটার) উচ্চ এক পর্বত। [১] এই পর্বতটি শ্রীনগর থেকে ১০৫ কিলোমিটার উত্তরপূর্বে ও সোনমার্গ থেকে ২৫ কিলোমিটার পূর্বে জোজি গিরিবর্ত্মঅমরনাথ গুহার মাঝে অবস্থিত। পর্বতটির পশ্চিমদিকে মাচোই হিমবাহ অবস্থিত।[২]

আরোহণের ইতিহাস

সম্পাদনা

এই পর্বতটি ১৯১২ খ্রিষ্টাব্দে ডঃ আর্নেস্ট নেভের নেতৃত্বে এক ব্রিটিশ অভিযাত্রী দল প্রথম পর্যবেক্ষণ করেন, কিন্তু তারা আরোহণের চেষ্টা করেননি।[৩] ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১০ই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর এক অভিযাত্রী দল এই পর্বতের শৃঙ্গে প্রথমবার আরোহণ করেন। [৪]

আরোহণের পথ

সম্পাদনা

বালতাল থেকে ২০ কিলোমিটার পথে আমরনাথ গুহার ডানদিক বরাবর রাস্তা দিয়ে মাচোই পর্বতের পশ্চিম দিকে যাওয়া মাচোই পর্বতশৃঙ্গে ওঠার সহজ পথ। [৫] উত্তরদিকের রাস্তা অত্যন্ত খাঁড়া এবং পুরো মাচোই হিমবাহ অতিক্রম করে যেতে হয়। পূর্বদিকের রাস্তা অত্যন্ত দুর্গম। [৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Elevation of Machoi peak" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। .com। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ 
  2. "Geography of Kashmir"। kousa.org। ২০১২-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ 
  3. "Mechoi serveyed" (PDF)। Alpine Journal। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Saltoro hills range"। himalayaclub.org। ২০১৩-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ 
  5. "Machoi glacier"। seebeforeyoudie.net। ২০১২-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ 
  6. pdf/e/list/green. pdf "Mechoi" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) (PDF)। Alpine Journal। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]