মাইশেলফ অ্যালেন স্বপন

শিহাব শাহীন পরিচালিত ২০২৩-এর ওয়েব ধারাবাহিক
(মাইসেলফ অ্যালেন স্বপন থেকে পুনর্নির্দেশিত)

মাইশেলফ অ্যালেন স্বপন হল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী অপরাধধর্মী নাটকীয় ওয়েব সিরিজ। এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন, প্রযোজনা করেছেন রেদোয়ান রনি। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের একটি স্পিন-অফ সিক্যুয়েল।[][][] এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অ্যালেন স্বপনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা[]

মাইশেলফ অ্যালেন স্বপন
পরিচালকশিহাব শাহীন
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মুক্তি
মূল মুক্তির তারিখ২২ এপ্রিল ২০২৩

সিরিজটি ২০২৩ ঈদ উল ফিতরে চরকিতে মুক্তি পায়।

কাহিনী

সম্পাদনা

অ্যালেন স্বপন চট্টগ্রাম থাকে, একজন মাদক ব্যবসায়ী ও তার এক ছেলে রয়েছে যার নাম যাদু।

অন্যদিকে মোঃ শামসুর রহমান ও শায়লা হলো স্বামী স্ত্রী। শামসুর পেশায় একজন ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা।

স্বপন আর বদু ছেলেবেলার বন্ধু, যৌথ অংশীদারিত্বে অবৈধ নেশাদ্রব্য ব্যবসা করতো। কক্সবাজার থেকে পুলিশের ধাওয়া খেয়ে পাহাড়ের পরিত্যক্ত একটি বাসায় কিছুদিন আত্নগোপন করে থাকে।

স্বপন তার বন্ধু বদুর ভাগের ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে শামসুর রহমানকে কৌশলে হত্যা করে শামসুর রহমানের স্ত্রী শায়লার কাছে স্বামীর ছদ্মবেশে থেকে যায় (অ্যালেন স্বপন ও শামসুর রহমানের চেহারা দেখতে হুবহু এক)।

একপর্যায়ে শায়লার ভাই ইকবাল ও বদুসহ তার দলবল নিয়ে ভাগের টাকা আদায়ের জন্য ছদ্মবেশে থাকা স্বপনকে কিডন্যাপ করে, এই স্বীকারোক্তি নেয়ার জন্য যে সে অ্যালেন স্বপন। অমানুষিক নির্যাতন করা হয় স্বপনকে কিন্তু সে নিজেকে শামসুর রহমান নামেই পরিচয় দেয়। স্বপন জানতো সে যদি স্বীকার করে নেয় তাহলে ৪০০ শত কোটি টাকা উদ্ধার করে তাকে হত্যা করে ফেলা হবে এবং তার চোখের সামনে নিজ ছেলে জাদুকে হত্যা করতে দেখেও নিরব থাকে স্বপন।

অভিনয়শিল্পী

সম্পাদনা
  • সিদ্দিকুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন ও মোঃ শামসুর রহমান তপন চরিত্রে নাসির উদ্দিন খান
  • অ্যালেন স্বপনের স্ত্রী শায়লা চরিত্রে রাফিয়াথ রশিদ মিথিলা
  • সুমন আনোয়ার
  • ফরহাদ লিমন
  • আবদুল্লাহ আল সেন্টু
  • রফিউল কাদের
  • অর্ণব ত্রিপুরা
  • মিশকাত মাহমুদ
  • আইমন শিমলা
  • জাহিদ ইসলাম
  • সাজু মাহাদি
  • বাইজিদ হাসান

নির্মাণ

সম্পাদনা

২০২৩ সালের জানুয়ারি মাসে শিহাব শাহীন কক্সবাজারসহ পাশ্ববর্তী এলাকায় এই সিরিজের শুটিং শুরু করেন।[][][]

[][][]

নং শিরোনাম শিল্পী গানের কথা সংগীত দৈর্ঘ্য
বয়াম পাখি নাসির উদ্দিন খান খায়াম সানু সন্ধি, ম্যাক্স রহমান খায়াম সানু সন্ধি ২:০৬

মুক্তি

সম্পাদনা

১৫ এপ্রিল ২০২৩ এ ইউটিউবে এই সিরিজের ট্রেইলার প্রকাশিত হয়। ২১ এপ্রিল ২০২৩ তারিখে ঈদ উল ফিতরে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এটি মুক্তি পায়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, গ্লিটজ। "সিন্ডিকেটের 'অ্যালেন স্বপন' ফিরছেন 'মাইসেলফ অ্যালেন স্বপন' হয়ে"bdnews24। ২০২৩-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ 
  2. নিউজ, সময়। "অ্যালেন স্বপন ফিরছেন, সঙ্গে মিথিলা | বিনোদন"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ 
  3. "অ্যালেন স্বপন ইজ ব্যাক..."এনটিভি। ২০২৩-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ 
  4. "অ্যালেন স্বপন ইজ ব্যাক, সঙ্গে মিথিলা!"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. ডেস্ক, বিনোদন। "চাঁদরাতে আসছে 'মাইশেলফ অ্যালেন স্বপন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  6. ডেস্ক, বিনোদন। "এবার ঈদে ওটিটির সেরা আয়োজন"আমাদের সিরাজগঞ্জ। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৩ 
  7. "ওটিটির ঈদ আয়োজনে যা থাকছে"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা