সিন্ডিকেট (ওয়েব ধারাবাহিক)
সিন্ডিকেট শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি চরকি ওয়েব প্ল্যাটফর্মের অনুষ্ঠান। এতে সাতটি পর্ব রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ।[১]
সিন্ডিকেট | |
---|---|
ধরন |
|
লেখক | শিহাব শাহীন |
পরিচালক | শিহাব শাহীন |
অভিনয়ে | |
সুরকার | খৈয়াম সানু সন্ধি |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৭ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
প্রযোজক | রেদওয়ান রনি |
চিত্রগ্রাহক | কামরুল ইসলাম শুভ |
সম্পাদক | জোবায়ের আবীর পিয়াল |
ব্যাপ্তিকাল | ২০-৩০ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | চরকি |
মূল মুক্তির তারিখ | ১০ জুলাই ২০২২ ১০ জুলাই ২০২২ | –
ওয়েবসাইট |
২০২২ সালের ১০ই জুলাই ঈদুল আজহায় ধারাবাহিকটি প্রচারিত হয়। প্রচারের পরপরই ধারাবাহিকটি দর্শকদের প্রশংসা কুড়ায়।[২]
পটভূমি
সম্পাদনাদিনে দুপুরে ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় প্রশ্নবিদ্ধ, রহস্যে ঘেরা, ব্যাংক কর্মকর্তা জিশা। সবাই একে আত্মহত্যা বললেও জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জিশাকে। আদনান অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত আই টি অফিসার। সে ছুটছে সেই সিন্ডিকেটের পিছনে। তাকে সহযোগিতা করে তার সহকর্মী স্বর্ণা।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- আফরান নিশো - হাবিবুর রহমান আদনান
- নাজিফা তুষি - জোবায়দা ইয়াসমিন জিশা
- তাসনিয়া ফারিণ - সামিয়া সুলতানা স্বর্ণা
- শতাব্দী ওয়াদুদ - সোহেল চৌধুরী
- রাশেদ মামুন অপু - নাসিরউদ্দিন হায়দার রতন
- নাসির উদ্দিন খান - রফিকুল ইসলাম মিয়া/শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন/অ্যাকাউন্ট্যান্ট
- রিশাদ মাহমুদ - পুলিশ
- অর্নব অন্তু - রবিন
- ইথেনা অধিকারী - তিথি
- এলিনা শাম্মী - নাইলা
- জাহিদ ইসলাম
- শারমীন শর্মি - রুপালি হায়দার
- এ কে আজাদ সেতু - সুরেশ
- মাসুম বাশার - মানবসম্পদ প্রধান (এইচআর হেড)
- সমু চৌধুরী - চেয়ারম্যান
- সাইফ হোসেন - ফারাবি
- রকি খান
- সঞ্জয়
- শিখা মৌ - স্বর্ণার মা
- দিহান
- সবিতা
- হোসেন নিরব
- সায়েম সামাদ
- জুলফিকার চঞ্চল
- তুহিন চৌধুরী
- রিপা রঞ্জনা
পর্ব
সম্পাদনানং. | পর্ব | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|---|
১ | অব্যক্ত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
২ | আঘাত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
৩ | অন্বেষণ | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
৪ | অভিনয় | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
৫ | আকাঙ্ক্ষা | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
৬ | অঙ্কুরিত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
৭ | উন্মোচন | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
সঙ্গীত
সম্পাদনাধারাবাহিকটির সুর করেছেন এবং গানের কথা লিখেছেন খৈয়াম সানু সন্ধি। এতে একটি গান রয়েছে, গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল ও মুশাররাত আঁচল।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "কথা ছিলো" | খৈয়াম সানু সন্ধি | খৈয়াম সানু সন্ধি | রেহান রাসুল ও মুশাররাত আঁচল | ২:৫৯ |
সিক্যুয়েল
সম্পাদনাএই সিরিজের মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ভিলেন অ্যালেন স্বপন চরিত্রটি। তারই ধারাবাহিকতায় নির্মাতা শিহাব শাহীন এর সিক্যুয়েল মাইশেলফ অ্যালেন স্বপন নির্মাণের ঘোষণা দেন। তবে সিক্যুয়েল বলা হলেও, এটি হবে প্রিক্যুয়েল। এতে অ্যালেন স্বপনের অর্থ পাচারের হোতা হয়ে উঠার গল্প দেখা যাবে।[৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঈদে নিশো, ফারিণ, নাজিফাদের 'সিন্ডিকেট'"। দৈনিক প্রথম আলো। ৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- ↑ "আলোচনায় 'সিন্ডিকেট', রিভিউতে ১০–এ কত দিচ্ছেন দর্শক?"। দৈনিক প্রথম আলো। ১১ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "সিন্ডিকেটের 'অ্যালেন স্বপন' ফিরছেন 'মাইসেলফ অ্যালেন স্বপন' হয়ে"। bdnews24। ২০২৩-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২।
- ↑ "অ্যালেন স্বপন ইজ ব্যাক, সঙ্গে মিথিলা!"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফিরছেন 'অ্যালেন স্বপন'"। www.kalerkantho.com। 2023-01। সংগ্রহের তারিখ 2023-04-22। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)