মাইকেল পেলিন
স্যার মাইকেল পেলিন KCMG CBE FRGS FRSGS (ইংরেজি: Sir Michael Edward Palin, /ˈpeɪlɪn/; জন্ম ৫ মে ১৯৪৩[১]) একজন ইংরেজ অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক, টেলিভিশন উপস্থাপক ও বক্তা। তিনি মন্টি পাইথন কৌতুকাভিনয় দলের সদস্য ছিলেন।[২] ১৯৮০ সাল থেকে তিনি অসংখ্য ভ্রমণ প্রামাণ্যচিত্র তৈরি করেছেন।[৩]
মাইকেল পেলিন | |
---|---|
![]() ২০১৮ সালে পেলিন | |
জন্ম | মাইকেল এডওয়ার্ড পেলিন ৫ মে ১৯৪৩ শেফিল্ড, ইংল্যান্ড |
জাতীয়তা | ইংরেজ |
শিক্ষা | ব্রেজনোজ কলেজ, অক্সফোর্ড (বিএ) |
পেশা |
|
কর্মজীবন | ১৯৬৫-বর্তমান |
পরিচিতির কারণ | |
দাম্পত্য সঙ্গী | হেলেন গিবিন্স (বি. ১৯৬৬)[১] |
সন্তান | ৩ |
ওয়েবসাইট | themichaelpalin |
পেলিন তার মন্টি পাইথন দলের সদস্য টেরি জোন্সের সাথে যৌথভাবে অধিকাংশ কৌতুকাভিনয়ের বিষয়বস্তু লিখেছেন। মন্টি পাইথনের পূর্বে তারা কেন ডড শো, দ্য ফ্রস্ট রিপোর্ট ও ডো নট অ্যাডজাস্ট ইওর সেট-সহ অন্যান্য অনুষ্ঠানে কাজ করেছেন। পেলিন "আর্গুমেন্ট ক্লিনিক", "ডেড প্যারট স্কেচ", "দ্য লাম্বারজ্যাক সং", "দ্য স্প্যানিশ ইনকুইজিশন", "বাইসাইকেল রিপেয়ার ম্যান" ও "দ্য ফিশ-স্ল্যাপিং ড্যান্স"-সহ পাইথন দলের অধিকাংশ বিখ্যাত স্কেচে অভিনয় করেছেন। তিনি নিয়মিত গাম্বি চরিত্রে অভিনয় করতেন।
পাইথন দল ছাড়াও পেলিন জোন্সের সাথে কাজ করতেন এবং তারা একত্রে রিপিং ইয়ার্নস লিখতেন। তিনি পাইথন দলের টেরি জিলিয়ামের পরিচালিত কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তন্মধ্যে উল্লেখযোগ্য কাজ ছিল আ ফিশ কলড ওয়ান্ডা (১৯৮৮), যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।[৪][৫] এছাড়া তিনি ভ্রমণ লেখক ও ভ্রমণ প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে তার নতুন কর্মজীবন শুরু করেন, যা বিবিসিতে প্রচারিত হত। এই কাজের জন্য তিনি উত্তর ও দক্ষিণ মেরু, সাহারা মরুভূমি, হিমালয় পর্বতমালা, পূর্ব ইউরোপ ও ব্রাজিলে ভ্রমণ করেছেন। ২০১৮ সালে তিনি উত্তর কোরিয়ায় ভ্রমণ করেন এবং চ্যানেল ফাইভে একটি ধারাবাহিকে এই বিচ্ছিন্ন দেশ নিয়ে একটি ধারাবাহিক প্রচারিত হয়।
টেলিভিশনে অবদানের জন্য ২০০০ সালের নববর্ষ সম্মাননায় পেলিনকে কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত করা হয় এবং ভ্রমণ, সংস্কৃতি ও ভূগোলে অবদানের ২০১৯ সালের নববর্ষ সম্মাননায় তাকে নাইটহুডে ভূষিত করা হয়।[৬][৭] ২০০৫ সালে কৌতুকাভিনেতা ও কৌতুকাভিনয়ের সাথে সংশ্লিষ্টদের এক ভোটে তিনি কৌতুকাভিনেতাদের কৌতুকাভিনেতা হিসেবে ৩০তম স্থান অধিকার করেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির সভাপতি ছিলেন।[৮] ২০১৩ সালের ১২ই মে বাফটার বিশিষ্ট সভ্য হিসেবে নির্বাচিত হন।[৯]
বইয়ের তালিকা সম্পাদনা
ভ্রমণকাহিনী সম্পাদনা
- অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ (১৯৮৯)। আইএসবিএন ০-৫৬৩-২০৮২৬-০
- পোল টু পোল (১৯৯২)। আইএসবিএন ০-৫৬৩-৩৭০৬৫-৩
- ফুল সার্কেল (১৯৯৭)। আইএসবিএন ০-৫৬৩-৩৭১২১-৮
- মাইকেল পেলিন্স হেমিংওয়ে অ্যাডভেঞ্চার (১৯৯৯)। আইএসবিএন ০-২৯৭-৮২৫২৮-৩
- সাহারা (২০০২)। আইএসবিএন ০-২৯৭-৮৪৩০৩-৬
- হিমালায়া (২০০৪)। আইএসবিএন ০-২৯৭-৮৪৩৭১-০
- নিউ ইউরোপ (২০০৭)। আইএসবিএন ০-২৯৭-৮৪৪৪৯-০
- ব্রাজিল (২০১২)। আইএসবিএন ০-২৯৭-৮৬৬২৬-৫
- নর্থ কোরিয়া জার্নাল (২০১৯)। আইএসবিএন ৯৭৮-১৭৮৬৩৩১৯০৮
তার সবকয়টি ভ্রমনের বই তার ওয়েবসাইট পেলিন্স ট্রাভেলসে বিনামূল্যে পড়া যাবে।
আত্মজীবনী (অবদানকারী) সম্পাদনা
- দ্য পাইথন্স পাইথন দলের সদস্যদের আত্মজীবনী (২০০৩)। আইএসবিএন ০-৭৫২৮-৫২৯৩-০
দিনলিপি সম্পাদনা
- ডায়েরিজ ১৯৬৯-১৯৭৯: দ্য পাইথন ইয়ার্স (২০০৬)। আইএসবিএন ৯৭৮-০-২৯৭-৮৪৪৩৬-৫
- ডায়েরিজ ১৯৮০–১৯৮৮: হাফওয়ে টু হলিউড – দ্য ফিল্ম ইয়ার্স (২০০৯)। লন্ডন: ওয়েডেনফেল্ড অ্যান্ড নিকোলসন। আইএসবিএন ৯৭৮-০-২৯৭-৮৪৪৪০-২
- ডায়েরিজ ১৯৮৮–১৯৯৮: ট্রাভেলিং টু ওয়ার্ক (২০১৪)। লন্ডন: ওয়েডেনফেল্ড অ্যান্ড নিকোলসন। আইএসবিএন ৯৭৮-০-২৯৭-৮৪৪৪১-৯
- ডায়েরিজ ১৯৯৯–২০১০: টিবিসি (২০২১)। লন্ডন: ওয়েডেনফেল্ড অ্যান্ড নিকোলসন। আইএসবিএন ৯৭৮-১-৪৭৪-৬১২৭৫-৩
কল্পকাহিনী সম্পাদনা
- বার্ট ফেগ্স ন্যাস্টি বুক ফর বয়েজ অ্যান্ড গার্লস, টেরি জোন্স, মার্টিন হানিসেট, ফ্রাঙ্ক বেলামি ও অনান্য (১৯৭৪)। আইএসবিএন ০-৪১৩-৩২৭৪০-X
- ডক্টর ফেগ্স এনসাইক্লোপিডিয়া অব অল ওয়ার্ল্ড নলেজ (১৯৮৪) (টেরি জোন্স ও মার্টিন হানিসেট সহযোগে উপরোক্ত বইয়ের পুণর্মুদ্রণ) আইএসবিএন ০-৮৭২২৬-০০৫-৪
- হেমিংওয়েস চেয়ার (১৯৯৫)। আইএসবিএন ০-৭৪৯৩-১৯৩০-৫
- দ্য ট্রুথ (২০১২)। আইএসবিএন ৯৭৮-০২৯৭৮৬০২১১
বাস্তব কাহিনীভিত্তিক রচনা সম্পাদনা
- ইরেবাস: দ্য স্টোরি অব আ শিপ (২০১৮, যুক্তরাজ্য)। আইএসবিএন ৯৭৮-১৮৪৭৯৪৮১২০
- ইরেবাস: ওয়ান শিপ, টু এপিক ভয়েজ, অ্যান্ড দ্য গ্রেটেস্ট নেভাল মিস্ট্রি অব অল টাইম (২০১৮, মার্কিন যুক্তরাষ্ট্র/কানাডা)। আইএসবিএন ৯৭৮-১৭৭১৬৪৪৪১৯
শিশুতোষ বই সম্পাদনা
- স্মল হ্যারি অ্যান্ড দ্য টুটেক পিলস (১৯৮২)। আইএসবিএন ০-৪১৬-২৩৬৯০-১
- লিমেরিকস বা দ্য লিমেরিক বুক (১৯৮৫)। আইএসবিএন ০-০৯-১৬১৫৪০-২
- সাইরিল অ্যান্ড দ্য হাউজ অব কমন্স (১৯৮৬)। আইএসবিএন ১-৮৫১৪৫-০৭৮-৫
- সাইরিল অ্যান্ড দ্য ডিনার পার্টি (১৯৮৬)। আইএসবিএন ১-৮৫১৪৫-০৬৯-৬
- দ্য মিররস্টোন - অ্যালান লি ও রিচার্ড সিমোর সহযোগে (১৯৮৬)। আইএসবিএন ০-২২৪-০২৪০৮-৬
নাটক সম্পাদনা
- দ্য উইকেন্ড (১৯৯৪)। আইএসবিএন ০-৪১৩-৬৮৯৪০-৯
পুরস্কার ও সম্মাননা সম্পাদনা
বাফটা পুরস্কার সম্পাদনা
প্রদানের বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
১৯৮৪ | শ্রেষ্ঠ মৌলিক গান | "এভরি স্পার্ম ইজ স্যাক্রেড" (দ্য মিনিং অব লাইফ) আন্দ্রে জ্যাকমিন, ডেভ হাউম্যান ও টেরি জোন্সের সাথে |
মনোনীত | |
১৯৮৯ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | আ ফিশ কলড ওয়ান্ডা | বিজয়ী | [১০] |
১৯৯২ | শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা | জি.বি.এইচ. | মনোনীত | |
২০০৫ | বাফটা বিশেষ পুরস্কার | বিজয়ী | ||
২০০৯ | বাফটা বিশেষ পুরস্কার | মন্টি পাইথন দলের টিভি ও চলচ্চিত্রে অবদানের জন্য | বিজয়ী | [১১] |
২০১৩ | বাফটা ফেলোশিপ | বিজয়ী | [১২][১৩] |
অন্যান্য পুরস্কার সম্পাদনা
- ২০১১: কৌতুকাভিনয় জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আর্ডম্যান স্ল্যাপস্টিক ভিজ্যুয়াল কমেডি লেজেন্ড পুরস্কার[১৪]
- ২০২০: ন্যাশনাল টেলিভিশন পুরস্কারের বিশেষ স্বীকৃতি পুরস্কার
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "PALIN, Michael Edward"। হু'স হু। ukwhoswho.com। ২০১৫ (অনলাইন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস সংস্করণ)। এ অ্যান্ড সি ব্ল্যাক, ব্লুম্সবারি পাবলিশিং পিএলসি মুদ্রিত। (সাবস্ক্রিপশন বা ইউকে পাবলিক লাইব্রেরি সদস্যতা প্রয়োজন)(সদস্যতা প্রয়োজনীয়)
- ↑ অ্যাপলইয়ার্ড, ব্রায়ান (৯ সেপ্টেম্বর ২০১৮)। "The Magazine Interview: Michael Palin on Monty Python, travel and how to stay married"। দ্য টাইমস। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Michael Palin | British comedian"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Film – Actor in a Supporting Role in 1989"। বাফটা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Sir Michael Palin to have heart surgery"। বিবিসি। ২৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Trio of Dames lead showbiz honours"। বিবিসি নিউজ। ৩১ ডিসেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "New Year Honours 2019: Twiggy, Michael Palin and Gareth Southgate on list"। বিবিসি। ২৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "People & Staff"। রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি। ১৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Michael Palin To Receive Academy Fellowship at the Arqiva British Academy Television Awards"। বাফটা। ২ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "BAFTA Film Awards – Best Supporting Actor 1989"। BAFTA। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৩।
- ↑ "Monty Python Special Award"। ৮ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "TV Baftas 2013: all the winners"। দ্য গার্ডিয়ান। ১২ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Michael Palin To Receive Academy Fellowship at the Arqiva British Academy Television Awards"। বাফটা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
- ↑ "Visual Comedy Award – Slapstick | Bristol's Silent Comedy Festival."। Slapstick | Bristol's Silent Comedy Festival.। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২।
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মাইকেল পেলিন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাইকেল পেলিন (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে মাইকেল পেলিন
- মাইকেল পেলিন – বিবিসি গাইড টু কমেডি
- মাইকেল পেলিন – কমেডি জোন
- Michael Palin Centre for Stammering Children
- Michael Palin interview on BBC Radio 4 Desert Island Discs, 23 November 1979
- Michael Palin | Culture | The Guardian