মাইকেল কার্টিজ
মাইকেল কার্টিজ (২৪শে ডিসেম্বর, ১৮৮৬ - ১০ই এপ্রিল, ১৯৬২) একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।[১][২] তিনি ইউরোপে প্রায় ৫০টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যুক্তরাষ্ট্রে নির্মাণ করেছেন আরও ১০০টি চলচ্চিত্র। এর মধ্যে বিখ্যাত চলচ্চিত্রগুলো হচ্ছে দি অ্যাডভেঞ্চার্স অব রবিন হুড, অ্যাঞ্জেল্স উইথ ডার্টি ফেইসেস, কাসাব্লাঙ্কা, ইয়াংকি ডুড্ল ড্যান্ডি এবং হোয়াইট ক্রিসমাস। ১৯৩০ এবং চল্লিশের দশকে ওয়ার্নর ব্রাদার্স স্টুডিওর স্বর্ণযুগে তিনি সাফল্য অর্জন করেছিল।
মাইকেল কার্টিজ | |
---|---|
![]() | |
জন্ম | Manó Kertész Kaminer ২৪ ডিসেম্বর ১৮৮৬ |
মৃত্যু | ১০ এপ্রিল ১৯৬২ | (বয়স ৭৫)
দাম্পত্য সঙ্গী | লুসি ডোরেইন (১৯১৮-১৯২৩) লিলি ডামিটা (১৯২৫-১৯২৬) বেস মেরেডিথ (১৯২৯-১৯৬১) |
১৯৪০ এর পর অবশ্য তিনি খুব একটা সফলতা পাননি। এই সময় তিনি মূলত স্টুডিওর মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ ত্যাগ করে নিজে চলচ্চিত্র প্রযোজনা এবং ফ্রিল্যান্স কাজকর্ম শুরু করেছিলেন। খুব বেশি সফল না হলেও কাজ চালিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Obituary Variety, April 18, 1962.
- ↑ In Hungarian eastern name order Kaminer Manó
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Michael Curtiz (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে Michael Curtiz (ইংরেজি)