মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ

(মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ থেকে পুনর্নির্দেশিত)

মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ জয়পুরহাট জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এটি পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন এর মহীপুরে অবস্থিত।কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত একটি কলেজ যার কলেজ কোড ২৮০২। কলেজ ১৯৮২ সালে রাষ্ট্রায়ত্ত করা হয়।

মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ
নীতিবাক্য
সেবার জন্য শিক্ষা
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৯ (1963)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
আচার্য
অধ্যক্ষমোঃ ওমর আলি
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৬২
শিক্ষার্থী১৭০০০
অবস্থান,
২৫°১২′ উত্তর ৮৯°০১′ পূর্ব / ২৫.২° উত্তর ৮৯.০২° পূর্ব / 25.2; 89.02
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

মজলুম জননেতা মওলানা ভাসানীর নামানুসারে কলেজটির নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার কিছুকাল পূর্বে এই কলেজটি প্রতিষ্ঠিত হলেও তা সরকারিকরণ হয় স্বাধীনতার অনেক পরে৷ মওলানা ভাসানী দীর্ঘকাল আটাপুর ইউনিয়নে বসবাস করেন। পরে তিনি রাজনৈতিক ক্ষমতা পেলে সেখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন ও প্রথম সরকারি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন মফিজউদ্দিন সরকার। মওলানা ভাসানীর আস্থাভাজন আব্দুল হাফিজ সরকার কলেজটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে অধ্যক্ষ হিসাবে জনাব ওমর আলী নিয়োজিত আছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

অনুষদসমূহ

সম্পাদনা

মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজে বর্তমানে ডিগ্রী, স্নাতক এবং স্নাতকোত্তর চালু রয়েছে। এছাড়া চালু রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম। এই কলেজে ১৪টি বিষয়ে স্নাতক ও ১০টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। স্নাতক পর্যায়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে:

কলা অনুষদ

সম্পাদনা
  • বাংলা
  • ইংরেজি
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন

সমাজিক বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • রাষ্ট্রবিজ্ঞান
  • অর্থনীতি

বাণিজ্য অনুষদ

সম্পাদনা
  • একাউন্টটিং
  • ম্যানেজমেন্ট

বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • গণিত
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন
  • উদ্ভিদবিদ্যা
  • প্রাণিবিদ্যা
  • ভূগোল ও পরিবেশ

আরও দেখুন

সম্পাদনা

মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের ওয়েবসাইট

তথ্যসূত্র

সম্পাদনা