মহারাষ্ট্র অরেঞ্জ এফসি
মহারাষ্ট্র অরেঞ্জ ফুটবল ক্লাব (পূর্বতন দ্য অরেঞ্জ ফুটবল ক্লাব) হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বই শহরভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। দলটি পূর্বে আই-লিগ ২তে অংশগ্রহণ করত। এছাড়াও ঘরোয়া এমএফএ এলিট ডিভিশন প্রতিযোগিতায় খেলে।[১]
পূর্ণ নাম | মহারাষ্ট্র অরেঞ্জ ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | অরেঞ্জ | |||
সংক্ষিপ্ত নাম | MOFC | |||
প্রতিষ্ঠিত | ২০১৭ | |||
মাঠ | কুপারেজ গ্রাউন্ড নেভিল ডি'সুজা ফুটবল টার্ফ | |||
ধারণক্ষমতা | ৫,০০০ | |||
মালিক | সত্যজিৎ সাইনি | |||
লিগ | আই-লিগ ২ এমএফএ এলিট ডিভিশন | |||
২০২২–২৩ | ৪/১৬ (এমএফএ এলিট ডিভিশন) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ইতিহাস
সম্পাদনাপাওয়াই, মুম্বাইতে অবস্থিত, অরেঞ্জ ফুটবল অ্যাকাডেমি টোটাল ফুটবলের ওলন্দাজ দর্শন থেকে এর নামটি তৈরি করেছে। সত্যজিৎ সাইনি, যোগ্যতা অনুসারে একজন যান্ত্রিক প্রকৌশলী এবং একজন স্ব-শিক্ষিত ফুটবলার, ২০০ টিরও বেশি শিক্ষার্থী নিয়ে ২০১৬-এর জানুয়ারিতে অরেঞ্জ ফুটবল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। তারা পাওয়াই বিহার, হিরানন্দানি এবং ভান্দুপে কোচিং সেন্টার স্থাপন করেছে।[২]
২০১৭ সালে, অরেঞ্জ ফুটবল একাডেমি দ্য অরেঞ্জ এফসি নামে একটি প্রথম দলকে একত্রিত করে। ২০১৮-এ, তারা এমএফএ ৩য় বিভাগে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ২০১৯ থেকে, তারা তিনটি এমএফএ বিভাগে (৩য়, ২য় এবং ১ম) এবং একাধিক বয়সের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২০২০-এ, তারা ২০২০-২১ এমএফএ এলিট ডিভিশনে,[৩] (মুম্বই ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে) প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে।[৪] ২০২২-২৩ এমএফএ এলিট ডিভিশন সিজনে, তারা দ্বিতীয় সিজনে চলমান অবস্থায় ৪র্থ স্থান অধিকার করে।[৫]
২০২৩ সালের সেপ্টেম্বরে, দ্য অরেঞ্জ এফসি আটলান্টা এফসি-র দখল নেয়, যা অম্বরনাথ ইউনাইটেড-আটলান্টার অর্ধেক ছিল, যারা আগের সিজনে ২০২৩-২৪ আই-লিগ ২-এর জন্য যোগ্যতা অর্জন করেছিল। ফলস্বরূপ, মহারাষ্ট্র অরেঞ্জ এফসি আসন্ন আই-লিগ ২ মরসুমে অম্বরনাথ ইউনাইটেড আটলান্টা এফসির জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[৬][৭]
আই-লিগ ২ থেকে অবনমিত হওয়ার পর ২০২৪-এ আই-লিগ ৩তে অংশগ্রহণ করে সেখানেও এই ক্লাবটি অবনমিত হয়ে যায়। ফলে জাতীয় ফুটবলের চারটি স্তর থেকেই তারা বিদায় নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Abdulla, Ayan (২০২৩-০২-২৫)। "KSA drop points in the title race after drawing with The Oranje FC"। Football Counter (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৩।
- ↑ "The Inspiration"। theoranjeacademy.com (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৩।
- ↑ Halder, Suchit (২০২০-১০-২৯)। "The Oranje FC to host trials for MDFA Elite Division"। Football Counter (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৩।
- ↑ "The Oranje FC - Est. 2017"। theoranjeacademy.com (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৩।
- ↑ Shetty, Chittu (২০২৩-০৩-০৪)। "Atlanta FC drops points for the first time this season against spirited The Oranje FC"। Football Counter (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "We are now Maharashtra Oranje FC"। LinkedIn (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৯-১২। ১৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৩।
- ↑ Shetty, Chittu (২০২৩-০৯-১৫)। "Maharashtra Oranje FC all set to shine in I-League 2nd Division"। Football Counter (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।