মহানগর আদালত (বাংলাদেশ)
মহানগর আদালত একটি ভিন্ন ধরনের আদালত যা বাংলাদেশের মহানগর শহরগুলোতে পাওয়া যায়।[১] ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন (সিআরপিসি) অনুসারে এই আদালতের গঠনতন্ত্র, পদ্ধতি, বাহিনী এবং এখতিয়ার সমাধান করা হয়েছে। ফৌজদারী কার্যবিধি দুটি ধরনের আদালতকে স্বীকৃতি দিত: দায়রা আদালত এবং বিচারক আদালত।
১৯৭৬ সালে মহানগর পুলিশ শুরুর পরে, এই আইনটি ১৯৭৬ সালে একটি অধ্যাদেশ দ্বারা সংশোধিত হয় এবং ১৯৭৯ সালে কার্যকর হয়।[১] এই সংশোধিত আইন অনুসারে, সরকার কর্তৃক মহানগর শহরগুলিতে পৃথক মহানগর আদালত স্থাপন করতে হবে।[২] এই সংশোধনীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধি বর্তমানে প্রতিষ্ঠার অবস্থানের ভিত্তিতে দুই ধরনের বিচার বিভাগকে স্বীকৃতি দেয়। প্রথমটি জেলা আদালতে, যা বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত এবং দ্বিতীয়টি মহানগরীতে অবস্থিত মহানগর আদালত। ২০২০ সাল পর্যন্ত কেবল পাঁচটি শহরের মহানগর আদালত প্রতিষ্ঠিত হয়েছে।[৩] :
শ্রেণিবিন্যাস
সম্পাদনাসাধারণত, মহানগর আদালত মহানগর অঞ্চলে ফৌজদারি অপরাধগুলি পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশে কেবলমাত্র মহানগর দায়রা আদালত পাওয়া যায়। মহানগর আদালত দেওয়ানি মামলা মোকাবেলা করে না। এইভাবে মহানগর আদালতগুলি ২ উপপ্রকারের। এগুলো হলো-
- মহানগর দায়রা জজ আদালত
- মহানগর হাকিম আদালত
মহানগর দায়রা জজ আদালত
সম্পাদনামহানগর দায়রা জজ আদালত পরিচালনা করেন দায়রা বিচারকগণ। এটি ১৯৯৯ সাল থেকে কাজ শুরু করেছে।[৪] অতিরিক্ত দুই ধরনের দায়রা জজ আদালত রয়েছে, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এবং যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।[৫]
মহানগর হাকিম আদালত
সম্পাদনামহানগর হাকিম আদালতগুলির নেতৃত্বে থাকেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ যারা সরকার কর্তৃক নিযুক্ত হন।[৪][৬] এই ম্যাজিস্ট্রেটরা তদারকি দায়রা বিচারকের অধীনে কাজ করেন। মহানগর হাকিম আদালত তিন প্রকারের রয়েছে।[৫] [৭] এগুলি হলো,
- মুখ্য মহানগর হাকিম আদালত
- অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত
- মহানগর হাকিম আদালত (প্রথম শ্রেণি)
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ বাংলাপিডিয়া উদ্ধৃতি | নিবন্ধ = মেট্রোপলিটান আদালত| লেখক = এ.এম.এম শওকত আলী}}
- ↑ "The Code of Criminal Procedure - Executive Magistrate"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-৩০।
- ↑ "Subordinate Courts | Judicial Portal"। www.judiciary.org.bd। ২৩ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০।
- ↑ ক খ কাজী এবাদুল হক (২০১২)। "বিচার ব্যবস্থা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ক খ "Jurisdiction of Court"। www.judiciary.org.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-৩০।
- ↑ কাজী এবাদুল হক (২০১২)। "ম্যাজিস্ট্রেট"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Court of Session"। bdlaws.minlaw.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-৩০।