মহাদেবপুর জমিদার বাড়ি

বাংলাদেশের জমিদার বাড়ি

মহাদেবপুর জমিদার বাড়ি রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়ি।[১] মহাদেবপুর জমিদারির প্রতিষ্ঠাতা নয়নচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটি নির্মাণ করেন।[২]

মহাদেবপুর জমিদার বাড়ি
মহাদেবপুর জমিদার বাড়ির ছবি
মহাদেবপুর জমিদার বাড়ি
মানচিত্র
সাধারণ তথ্য
ধরনজমিদারবাড়ি
অবস্থানমহাদেবপুর, নওগাঁ
শহরনওগাঁ
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৪°৫৫′২৭.৮″ উত্তর ৮৮°৪৪′৫২.২″ পূর্ব / ২৪.৯২৪৩৮৯° উত্তর ৮৮.৭৪৭৮৩৩° পূর্ব / 24.924389; 88.747833
নির্মাণকাজের প্রাক্কলিত সমাপ্তি১৭ শতক
স্বত্বাধিকারীবাংলাদেশ সরকার
অন্তর্ভুক্তিমুঘল সম্রাট
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড
পরিচিতির কারণজমিদারবাড়ি

অবস্থান সম্পাদনা

মহাদেবপুর জমিদার বাড়িটি নওগাঁ জেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার পশ্চিমে মহাদেবপুর উপজেলায় অবস্থিত। জমিদার বাড়িটি আত্রাই নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজ পাশেই জমিদার বাড়িটি অবস্থিত।[২][৩][৪]

ইতিহাস সম্পাদনা

 
মহাদেবপুর জমিদার বাড়ির প্রবেশপথ

মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে(১৬০৫-১৬২৭) মহাদেবপুর জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে। মহাদেবপুর জমিদারির প্রতিষ্ঠাতা নয়নচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি পূর্বে ভারতের বর্ধমানে বসবাস করতেন।[২][৫]

জনশ্রুতি আছে, মুঘলদের বাংলা বিজয়ে সহযোগিতা করার জন্য নয়নচন্দ্র রায় চৌধুরী সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার স্বরূপ মহাদেবপুরের জমিদার ব্যবস্থা লাভ করেন। এই জমিদারি পরিচালনা করার জন্য জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। সেই সময়েই সম্রাট জাহাঙ্গীরের সম্মানার্থে তার নামানুসারে মহাদেবপুরের নামকরণ হয় জাহাঙ্গীরপুর।[২]

মহাদেবপুর জমিদারির শেষ জমিদার ক্ষিতিশচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়িটির কিছু অংশ জাহাঙ্গীরপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন।[৬] বর্তমানে জমিদার বাড়ির মূল প্রবেশপথ এবং কিছু জমি জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।[৪][৭]

অবকাঠামো সম্পাদনা

মহাদেবপুর জমিদার বাড়িটি ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের নিদর্শন। রাজবাড়িটি আত্রাই নদীর তীরে অবস্থিত। বাড়িটিতে একটি বিশাল প্রবেশদ্বার, বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট ভবন, একটি কাছারিঘর, বাগানবাড়ি আছে।

বর্তমান অবস্থা সম্পাদনা

জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেকদিন ধরে কোনো সংস্কার না করার কারণে জমিদার বাড়ির কিছু কিছু অংশ ভেঙ্গে যায়। বর্তমানে জমিদার বাড়িটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেয়ালে শ্যাওলা ও লতাপাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নওগাঁ জেলার দর্শনীয় স্থান"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 
  2. "মহাদেবপুর জমিদারি"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 
  3. "মহাদেবপুর উপজেলার দর্শনীয় স্থান"জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 
  4. "জমিদার বাড়ী"জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 
  5. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা - নওগাঁ জেলাঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৪৯। আইএসবিএন 983-07-5332-0 
  6. "মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের ইতিহাস"www.jgcbd.net। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 
  7. "ঘুরে আসুন নওগাঁ জেলা"নওগাঁ দর্পন। ৩০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০