জাহাঙ্গীরপুর সরকারি কলেজ

বাংলাদেশের মহাদেবপুর শহরে অবস্থিত উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান

জাহাঙ্গীরপুর সরকারি কলেজ বাংলাদেশের মহাদেবপুর উপজেলায় অবস্থিত উচ্চশিক্ষার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত। অত্র এলাকায় জাহাঙ্গীরপুর সরকারি কলেজ মহাদেবপুরে প্রথম সরকারী প্রতিষ্ঠান। এটি বিভিন্ন শাখায় তিন বছরের স্নাতক এবং চার বছরের অনার্স ডিগ্রি কোর্স সরবরাহ করে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৭ সাল থেকে এটি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের তালিকাভুক্তি শুরু করে। কলেজটি মহাদেবপুর রাজবাড়ি সংলগ্ন।

জাহাঙ্গীরপুর সরকারি কলেজ
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ এর মনোগ্রাম
অবস্থান
মানচিত্র
কলেজ পাড়া, মহাদেবপুর, নওগাঁ
স্থানাঙ্ক২৪°৫৫′২৭″ উত্তর ৮৮°৪৪′৫২″ পূর্ব / ২৪.৯২৪৩° উত্তর ৮৮.৭৪৭৮° পূর্ব / 24.9243; 88.7478
তথ্য
ধরনসরকারী
প্রতিষ্ঠাকাল১৯৬৭ (1967)
ইআইআইএন১২৩৪০৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভর্তি২,০০০
ক্যাম্পাসের ধরনমফস্বল
ওয়েবসাইটjgcbd.net
ক্যাম্পাস প্রবেশ ফটক

ইতিহাস সম্পাদনা

জাহাঙ্গীরপুর সরকার কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত মহাদেবপুর, নওগাঁয় অবস্থিত একটি ডিগ্রি কলেজ। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জামিদার ক্ষিতিশ চন্দ্র রায় চৌধুরী এই কলেজের জন্য তার সম্পত্তি দান করেছিলেন। নওগাঁর মহকুমা অফিসার মোঃ আজিজুল হক এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। কলেজের গেটটি রাজশাহীর জেলা প্রশাসক এ এম সায়েদ দ্বারা ৩১ জুলাই ১৯৬৭ সালে খোলা হয়েছিল।

১৯৮৪ সালের ৯ জানুয়ারীতে এটি জাতীয়করণ করা হয়েছে। এর হোস্টেল ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান এবং বর্তমান অধ্যক্ষ হলেন এস এম জিল্লুর রহমান।[১]

  • ডিগ্রি কলেজ। অর্নাস নাই।

ভবন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কলেজের ইতিহাস"www.jgcbd.net। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা