মহাজন জমিদার বাড়ি

মহাজন বাড়ি

বৈষ্ণব মহাজনের জমিদার বাড়ি বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গশ্চি গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা অনেকের কাছে ''বৈষ্ণব মহাজন বাড়ি '' নামে ও পরিচিত।

মহাজন জমিদার বাড়ি
বিকল্প নামবৈষ্ণব মহাজনের জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানরাউজান উপজেলা
ঠিকানাগশ্চি গ্রাম
শহররাউজান উপজেলা, চট্টগ্রাম জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছে১৭০০ শতকে
স্বত্বাধিকারীবৈষ্ণব মহাজন
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস

সম্পাদনা

জমিদার বৈষ্ণব মহাজন ১৭০০ শতকের দিকে এই জমিদার বংশের গোড়াপত্তন করেন। পরবর্তীতে তার পুত্ররা এই জমিদারী পরিচালনা করেন। তিনি তার জমিদারীর আমলে গশ্চি গ্রামে অনেক প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। বর্তমানে তার বংশধররা বাংলাদেশে এবং ভারতে অবস্থান করছেন।

অবকাঠামো

সম্পাদনা

বাড়িটিতে একটি বাস ভবন, একটি মন্দির, তিনটি পুকুরসহ ফসলি জমি ও গাছগাছালির বাগান রয়েছে।

বর্তমান অবস্থা

সম্পাদনা

এখানে এখনো জমিদার বংশের লোকেরা বসবাস করে। কিন্তু জমিদার বাড়িটি এখন আর আগের মতো নেই।

তথ্যসূত্র

সম্পাদনা