মহসিন কামাল

পাকিস্তানী ক্রিকেটার
(মহসীন কামাল থেকে পুনর্নির্দেশিত)

মহসিন কামাল (জন্ম: ১৬ জুন, ১৯৬৩) পাঞ্জাবের ফয়সালাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ১৯৮৪ থেকে ১৯৯৪ সময়কালে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেন। ক্রিকেট জীবন থেকে অবসর নেয়ার পর ২০০২ সালে বাংলাদেশ ক্রিকেট দলে কোচের দায়িত্ব পালন করেন।

মহসিন কামাল
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১৯
রানের সংখ্যা ৩৭ ২৭
ব্যাটিং গড় ৯.২৫ ৯.০০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ১৩* ১১*
বল করেছে ১৩৪৮ ৮৮১
উইকেট ২৪ ২১
বোলিং গড় ৩৪.২৫ ৩৬.১৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৪/১১৬ ৪/৪৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ৪/-
উৎস: [১], ২১ নভেম্বর ২০১৪
পূর্বসূরী:
অ্যান্ডি রবার্টস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ
২০০২
উত্তরসূরী:
ডেভ হোয়াটমোর