মস্কো আর্ট থিয়েটার

মস্কো আর্ট থিয়েটার হল মস্কোতে অবস্থিত একটি মঞ্চনাটকের কোম্পানি। ১৮৯৮ সালে রুশ মঞ্চনাটক অনুশীলনকারী কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কি নাট্যকার ও নির্দেশক ভ্লাদিমির নেমিরভিচ-দানচেঙ্কোর সাথে যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।[১] এটি সে সময়ে মঞ্চনাটকের আধিপত্য স্থাপনকারী অতিনাটকীয়তার পরিবর্তে স্বভাবজাত মঞ্চনাটকের মঞ্চায়নের স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই থিয়েটারটি স্তানিস্লাভ্‌স্কির পদ্ধতি অনুসরণ করে নিয়মিত নাটক মঞ্চস্থ করত, যা অভিনয় জগত এবং আধুনিক মার্কিন মঞ্চনাটক ও নাটকের বিকাশে খুবই প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়।

কামের্জের্স্কি লেনে অবস্থিত পুরনো মস্কো আর্ট থিয়েটারে অভ্যন্তরভাগ।
বর্তমান চেখভ মস্কো আর্ট থিয়েটারের বহির্ভাগ (কামের্জের্স্কি লেন)।

মঞ্চস্থ নাটকের তালিকা সম্পাদনা

মস্কো আর্ট থিয়েটার মঞ্চস্থ নাটকের বছরের ক্রম অনুযায়ী তালিকা নিচে দেওয়া হল।

১৮৯৮ সম্পাদনা

১৮৯৯ সম্পাদনা

১৯০০ সম্পাদনা

  • দ্য স্নো মেইডেন, নাট্যকার - আলেকসান্দর অস্ত্রোভ্‌স্কি
  • অ্যান এনিমি অব দ্য পিপল, নাট্যকার - হেনরিক ইবসেন
  • হোয়েন উই ডেড অ্যাওয়াকেন, নাট্যকার - হেনরিক ইবসেন

১৯০১ সম্পাদনা

১৯০২ সম্পাদনা

১৯০৩ সম্পাদনা

১৯০৪ সম্পাদনা

১৯০৫ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Moscow Art Theatre | History & Facts"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা