ময়নামতি ঢিবি ১ক
বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের প্রাচীন সভ্যতার একটি নিদর্শন।
ময়নামতী ঢিবি ১ক বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতীতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১] এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[২]
স্থাপত্য বৈশিষ্ট্য
সম্পাদনাখনন কার্যের মাধ্যমে এখানকার ছয়টি দীর্ঘ দেওয়াল, রাস্তা, সংযোগ সড়ক, প্রবেশপথ ও অন্যান্য নিদর্শন পাওয়া গেছে। নিদর্শন অনুযায়ী এখানকার নির্মাণ এলাকার সংখ্যা ১০টি এবং এগুলি ছিল আয়তাকার। এর মধ্যে বৃহৎ নির্মাণ কাঠামো পাঁচটি, মুক্তাঙ্গন পাঁচটি। এছাড়াও এখানে একটি প্রবেশপথ ছিল।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ময়নামতি ঢিবি ১ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ ক খ এম হারুনুর রশিদ (২০১২)। "ময়নামতী টিলা ১এ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "প্রত্নস্হলের তালিকা"। archaeology.gov.bd। প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।