মন্দাবেলী
মন্দাবেলী (মন্ধাবেল্লী বা মন্দাবেলীবক্কম নামেও পরিচিত) দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ তামিল ভাষাতে মন্দা বা মন্দৈ শব্দের অর্থ খাটাল বা গোয়াল এবং বেলী শব্দের অর্থ চারণভূমি, অর্থাৎ একত্রে বলা যেতে পারে গৃহপালিত পশুর চারণভূমি।
মন্দাবেলী மந்தைவெளி | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১৩°০১′৩৭″ উত্তর ৮০°১৫′৩৭″ পূর্ব / ১৩.০২৭০° উত্তর ৮০.২৬০২° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• শাসক | চেন্নাই নগর নিগম |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০২৮ |
যানবাহন নিবন্ধন | TN-06 (টিএন-০৬) |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | চেন্নাই নগর নিগম |
ওয়েবসাইট | www |
অবস্থান
সম্পাদনামন্দাবেলী লোকালয়ের উত্তর দিকে ময়িলাপুর, পূর্ব দিকে সেন্টথম, দক্ষিণে রাজা আন্নামালাইপুরম, পশ্চিম দিকে অলোয়ারপেট অবস্থিত৷
মন্দাবেলী প্রাথমিকভাবে একটি আবাসিক অঞ্চল, অবস্থিত রামকৃষ্ণ মঠ ও আর.কে. মঠ রোড এই লোকালয়ের ল্যান্ডমার্ক৷ এছাড়াও রয়েছে ১৫০ বছর পুরাতন কাপালি টকিজ, তামিলনাড়ু এয়ারটেল রিজিওনাল দফতর, পন্ড'স আঞ্চলিক সদর, হিন্দুস্তান লিভার, গ্রীনওয়েস রোড এবং বোট ক্লাব৷ মন্দিরঘন ময়িলাপুরের নিকটবর্তী হওয়ার কারণে মন্দাবেলীতে যথেষ্ট পরিমাণ ব্রাহ্মণের বাস৷ সেন্ট জন হাইস্কুল লোকালয়ের সবচেয়ে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান৷ মন্দাবেলী রেলওয়ে স্টেশন লোকালয়টিকে উত্তরে চেন্নাই সেন্ট্রাল ও দক্ষিণে বেলাচেরির সাথে রেলপথে যুক্ত করেছে৷ নতুনের কারণে বেশ কিছু পুরাতন অট্টালিকা ও স্থাপত্য বর্তমানে ক্ষতবিক্ষত বা নিশ্চিহ্ন৷
পূর্ব দিক বরাবর কারপাগম এভিনিউ দীর্ঘায়িত, ইন্ডিয়া সিমেন্টস টাওয়ারস এর মূল ভবনটি এই সড়ক বরাবর অবস্থিত৷[১] কারপাগম এভিনিউয়ের বিপরীত দিকে রয়েছে মেয়র রামনাথন শেঠিয়ার নগর৷ সমুদ্র তীরের নিকটবর্তী এই অঞ্চলটি নতুন উন্নতিকামী এলাকা৷ এখানে বড় কর্পোরেট কোম্পানির অফিস ও পাঁচতারা হোটেলও রয়েছে৷ কিছু গুরুত্বপূর্ণ ভবন হলো সান টিভি নেটওয়ার্ক,[২] টিভিএইচ বেলিসিয়া টাওয়ার, দ্য ইন্ডিয়া সিমেন্টস বিল্ডিং, মেয়র রামনাথন শেঠিয়ার বিবাহ ভবন[৩] এবং কনফারেন্স সেন্টার৷ কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক হলো দ্য জেডব্লিউ মারিয়ট হোটেল[৪] ও লীলা প্যালেস হোটেল৷[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India Cements Tower"। India Cements (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ "Murasoli Maran Towers" (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ "Mayor Ramanathan Chettiar Marriage Hall" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ "JW Marriott Hotel" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।
- ↑ "Leela Palace Hotel" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮।