মন্টেগু টোলার

ইংরেজ ক্রিকেটার

মন্টেগু হেনরি টোলার (১ জানুয়ারি ১৮৭১ – ৫ আগস্ট ১৯৪৮) একজন ইংরেজ ক্রিকেট খেলোয়াড় ছিলেন। তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি ফাস্ট বোলার।[১]

মন্টেগু টোলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমন্টেগু হেনরি টোলার
জন্ম(১৮৭১-০১-০১)১ জানুয়ারি ১৮৭১
বার্নস্টাপল, ডেভন, ইংল্যান্ড
মৃত্যু৫ আগস্ট ১৯৪৮(1948-08-05) (বয়স ৭৭)
মিয়ন বিচ, টিচফিল্ড, হ্যাম্পশায়ার, ইংল্যান্ডকে
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনরাইট-আর্ম ফাস্ট
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৯৭সমারসেট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম শ্রেণি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৭৭
ব্যাটিং গড় ৭.৭০
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান ১৭
বল করেছে ২৫
উইকেট
বোলিং গড় ১৫.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২২ ডিসেম্বর ২০১৫

জীবনী সম্পাদনা

টোলারের জন্ম ডিভনের বার্নস্টাপলে। তিনি ব্লুন্ডেল স্কুলের ক্রিকেট একাদশ এবং রাগবি একাদশে ছিলেন। তিনি পেশায় সলিসিটার ছিলেন। তিনি হ্যাম্পশায়ারের টিচফিল্ডে, ৭৭ বছর বয়সে মারা যান।

কাউন্টি ক্যারিয়ার সম্পাদনা

টোলার ১৮৯৭ সালে সমারসেটের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তার সর্বোচ্চ প্রথম শ্রেণীর স্কোর ছিল ১৭, যা ছিল সারের বিরুদ্ধে। ফিলাডেলফিয়ার বিপক্ষে ১৫ রানে এক উইকেট নিয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে একবার বোলিং করেছিলেন। ডিভনের হয়েও খেলেছেন তিনি।

অলিম্পিক সম্পাদনা

টোলার ১৯০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী গ্রেট ব্রিটেন ক্রিকেট দলের সদস্য ছিলেন। [২] এইবারই একমাত্র বার অলিম্পিকে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে একমাত্র খেলায় তিনি গ্রেট ব্রিটেনের প্রথম ইনিংসে রান করেছিলেন এবং দ্বিতীয়টিতে ব্যাট করেননি। ফরাসি দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র নয় রানে সাত উইকেট নিয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Montagu Toller"অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 
  2. "Olympians Who Played First-Class Cricket"Olympedia। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা