মধ্যম আগম

বৌদ্ধ ধর্মীয় ধর্মগ্রন্থ

মধ্যম আগম (চীনা: 中阿含經) হলো আদি ভারতীয় বৌদ্ধ গ্রন্থ, যার বর্তমানে শুধুমাত্র একটি চীনা অনুবাদ বিদ্যমান (তাইশো ত্রিপিটক ২৬)।[১] শিরোনামের অর্থ "মাঝের সংগ্রহ।"[২] এটি চীনা বৌদ্ধ ত্রিপিটকে অবস্থিত সংস্কৃত সুত্তপিটকের চারটি আগমের মধ্যে একটি এবং ১৮টি অধ্যায়ে ২২২টি বক্তৃতা রয়েছে।[৩] এটির পালি  সমতুল্য, মজ্ঝিমনিকায়, ১৫টি অধ্যায়ে ১৫২টি বক্তৃতা রয়েছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bingenheimer, Bucknell এবং Analayo 2013, পৃ. xv।
  2. "Madhyama Agama"Oxford Reference। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০১৯ 
  3. Analayo 2012, পৃ. 1।

উৎস সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা