মধুমালা (নজরুলের নাটক)
(মধুমালা থেকে পুনর্নির্দেশিত)
মধুমালা কাজী নজরুল ইসলাম রচিত একটি গীতিনাট্য। নজরুল অসুস্থ হওয়ার পর ১৯৬০ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।[১] রূপকথা বা ঐতিহ্যের আদলে নাটকটি রচিত হয়েছে।[২] মদনকুমারের স্বপ্নে দেখা রাজকন্যা মধুমালা আর তাকে খুঁজতে গিয়ে প্রণয়ে আবদ্ধ কাঞ্চনমালা মধ্যে ত্রিভুজ প্রেমের গল্প ও মধুমালার ট্র্যাজিক পরিণতি নিয়ে এই নাটক। গদ্য সংলাপ, সুর ও কাব্য নিয়ে একসাথে অগ্রসর হয়েছে নাটকের গল্প।[৩] এতে ৪৩টি গান রয়েছে।[৪]
লেখক | কাজী নজরুল ইসলাম |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
বিষয় | রূপকথা, প্রেম |
ধরন | নাটক |
প্রকাশিত | ১৯৬০ |
পূর্ববর্তী বই | শেষ সওগাত (১৯৫৮) |
পরবর্তী বই | ঝড় (১৯৬০) |
প্রধান চরিত্র
সম্পাদনা- মধুমালা
- মদনকুমার
- কাঞ্চনমালা
মঞ্চায়ণ
সম্পাদনালোক নাট্যদল সিদ্ধেশ্বরীতে এবং তির্যক নাট্যদল চট্টগ্রামে মধুমালা নাটকটি মঞ্চস্থ করেছিল।[৫] তির্যক নাট্যদল আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় মধুমালা নাটকটি ২০১২ সালের জুন মাসে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চস্থ করেছিল।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"। দৈনিক সংগ্রাম। ২৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ রুমন, শাহাদৎ (২৪ মে ২০১৫)। "নাট্যকার নজরুল"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "টিআইসিতে বাদল সাঁঝের নাটক উদ্বোধন নাটক সমাজ প্রগতির আলোকবর্তিকা : চবি উপাচার্য"। দৈনিক আজাদী। ১৯ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে মধুমালা (নজরুলের নাটক) সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।