মধুমতি (১৯৫৮-এর চলচ্চিত্র)

বিমল রায় পরিচালিত হিন্দি চলচ্চিত্র

মধুমতি হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৫৮ সালের ভারতীয় অতিপ্রাকৃত প্রণয়মূলক চলচ্চিত্র। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ঋত্বিক ঘটক। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমারবৈজয়ন্তীমালা, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন প্রাণজনি ওয়াকার। চলচ্চিত্রের গল্পে দেখা যায় আনন্দ নামে এক আধুনিক মনন-সম্পন্ন ব্যক্তি মধুমতি নামে এক আধিবাসী নারী প্রেমে পড়েন, কিন্তু তারা এই জীবনে সম্পর্কে জড়াতে পারেন না এবং তাদের পুনর্জন্ম হয়।

মধুমতি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকবিমল রায়
প্রযোজকবিমল রায়
চিত্রনাট্যকারঋত্বিক ঘটক
কাহিনিকারঋত্বিক ঘটক
শ্রেষ্ঠাংশে
সুরকারসলিল চৌধুরী
চিত্রগ্রাহকদিলীপ গুপ্ত
সম্পাদকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
বিমল রায় প্রডাকশন্স
মুক্তি
  • ১২ সেপ্টেম্বর ১৯৫৮ (1958-09-12)
স্থিতিকাল১৬৬ মিনিট[]
দেশভারত
ভাষাহিন্দি
উর্দু
আয়প্রা.৪ কোটি

মধুমতি পুনর্জন্মের ঘটনা নিয়ে নির্মিত প্রথম দিকের চলচ্চিত্রের একটি। এই চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী কালে পুনর্জন্মের ঘটনা নিয়ে অসংখ্য আঞ্চলিক ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে, যা সে সময়ে একক চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তির রেকর্ড।

কুশীলব

সম্পাদনা
  • দিলীপ কুমার - দেবিন্দর / আনন্দ
  • বৈজয়ন্তীমালা - মধুমতি / মাধবী / রাধা
  • প্রাণ - রাজা উগ্র নারায়ণ
  • জনি ওয়াকার - চরণদাস
  • জয়ন্ত - পবন রাজা, মধুমতির পিতা
  • রামায়ণ তিওয়ারি - বীর সিং
  • তরুণ বসু - দেবিন্দরের সহকর্মী
  • মিশ্র
  • বাইজ শর্মা
  • ভুডো আডভানি - বাবা
  • জগদীশ
  • সাগর
  • রণজিৎ সুদ
  • শেওজিভাই

বক্স অফিস

সম্পাদনা

মধুমতি ১৯৫৮ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।[] এটি প্রায়  কোটি আয় করে,[][] তন্মধ্যে নীট আয়  কোটি।[] মুদ্রাস্ফীতি হিসাব করলে চলচ্চিত্রটির আয় ২০১৬ সালের ৪৭৮ কোটির ($৭৪ ) সমতুল্য।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Madhumati"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  2. "Box Office 1958"বক্স অফিস ইন্ডিয়া। ৩০ অক্টোবর ২০১৩। ৩০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Pacific Exchange Rate Service (4.7619 INR per USD)" (পিডিএফ)। ইউবিসি সৌদার স্কুল অব বিজনেস (ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়)। ১৯৫৮। পৃষ্ঠা ৩। ১২ মে ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  4. "CPI Inflation Calculator"। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস। ডিসেম্বর ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 
  5. "Exchange Rates (68.3 INR per USD)"দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুকসেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ২০১৬। ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা