মধুখালী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা[১][২]

মধুখালী পৌরসভা
স্থানীয় সরকার
মধুখালী পৌরসভার প্রতীক
ইতিহাস
শুরু১১ অক্টোবর ২০১২
নেতৃত্ব
মেয়র
খন্দকার মোরশেদ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মধুখালী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

মধুখালী পৌরসভা ১১ অক্টোবর ২০১২ সালে গঠন হয়। প্রথম নির্বাচন ২৯ মার্চ ২০১৫ সালে অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

মধুখালী পৌরসভার আয়তন- ১২.০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২৪,০৩২ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৭৪.৭৬%।

শিক্ষা প্রতিষ্ঠানঃ

সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি
বেসরকারী বালক উচ্চ বিদ্যালয় ১টি
সরকারী কলেজ ২টি
মাদ্রাসা কাওমী মাদ্রাসা ২টি এবং মাদ্রাসা ৩টি
গণ গ্রন্থাগার ২টি

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • হজরত শাহ সৈয়দ হাবিবউল্লাহ,ধর্মপ্রচারক
  • ভাষাসৈনিক,মুক্তিযোদ্ধা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন(জংগু মিয়া),বনমালদিয়া,পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য(এম.এন.এ,১৯৭০),গণপরিষদ সদস্য (এম.সি.এ,১৯৭২),জাতীয় সংসদ সদস্য (এম.পি,১৯৭৩),প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাস্টিস পাটি
  • সৈয়দ মোহাম্মদ আব্দুল হালিম,বেংগল সিভিল সাভিস সদস্য, ইপিসিএস,ডেপুটি সেক্রেটারি, ভূমি মন্ত্রণালয়,১৯৪৭ সালে খুলনা জেলাকে বাংলাদেশে আনার জন্য বাউন্ডারী কমিশনে প্রেরিত মেমোরেন্ডাম লেখক
  • অধ্যাপক ড.সৈয়দ সফিউল্লাহ,অধ্যাপক রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩য় বিশ্ব বিজ্ঞান একাডেমী স্বণপদকপ্রাপ্ত
  • অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইকবাল আলী,অধ্যাপক ভূগোল বিভাগ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • সৈয়দ মোহাম্মদ আব্দুর রব,সচিব,সাংস্কৃতিক মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • ড.সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট, প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন টেকনিক্যাল কলেজ মধুখালি
  • ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের,অধ্যাপক, শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বরিশাল

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র- খন্দকার মোরশেদ রহমান[৩]

প্রাক্তন মেয়রগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ খন্দকার মোরশেদ রহমান ২৯ মার্চ ২০১৫- চলমান
০২ ..................... .......

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মধুখালী পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  2. "মধুখালী পৌরসভা"বিডি মেয়র। ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ 
  3. "মধুখালী পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি"দৈনিক প্রথম আলো। ৩১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]