মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসা
মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসা বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁওয়ে অবস্থিত একটি খ্যাতনামা মহিলা আলিয়া মাদরাসা।[১][২] ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসা দাখিল ও আলিম শ্রেণীর ফলাফলের জন্য পরিচিতি লাভ করেছে।[৩][১] মাদরাসাটির বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা তাজুল ইসলাম।[৪]
ধরন | এমপিও ভুক্ত |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৬১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি |
|
অধ্যক্ষ | মাওলানা তাজুল ইসলাম |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ১৫০০ |
ঠিকানা | তেজগাঁও , , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
ইআইআইএন সংখ্যা | ১০৮৫৩২ |
এমপিও সংখ্যা | ২৬১৭০৪২৪০২ |
ওয়েবসাইট | 108532 |
ইতিহাস
সম্পাদনা১৯৬১ সালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই মাদরাসা অতিদ্রুত কামিল মাদরাসায় রূপান্তরিত হয়েছে। ১৯৬১ সালের ১ জানুয়ারি এই মাদরাসা প্রতিষ্ঠিত হয়, এবং ১৯৭৯ সালের ১ জুলাই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন লাভ করে।[৫] এরপর ২০০৬ সালে এই মাদরাসাটি ফাজিল ও কামিল ডিগ্রি সাধারণ সন্মান ও মাস্টার্সের মানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধিভুক্ত হয়।[৬] এরপরে ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল আলিয়া মাদরাসা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়।
শিক্ষা কার্যক্রম
সম্পাদনামদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট মহিলা কামিল মাদরাসা পড়াশোনার মানের দিক থেকে একটি উল্লেখযোগ্য মাদরাসা।[৭] মাদরাসাটির দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক শাখা রয়েছে। এছাড়া ফাজিল ও কামিল শ্রেণীতে কিছু বিভাগ রয়েছে। এই মাদরাসার সহ কার্যক্রমের জন্য বালক শাখা রয়েছে, সেই মাদরাসার নাম মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট বালক কামিল মাদরাসা।
সুযোগ-সুবিধা
সম্পাদনামদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট কামিল মাদরাসা আধুনিক সুযোগসুবিধা সম্বলিত একটি মাদরাসা। গ্রন্থগার, খেলার মাঠ, নামাজের স্থান, পড়াশোনার জন্য কক্ষরুম প্রভৃতি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। মাদরাসার ছাত্রীরা দ্বারা যৌনশিক্ষার সুযোগও পাচ্ছে।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ প্রতিবেদক, নিজস্ব। "মদিনাতুল উলুম মাদরাসার সাফল্য"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ ক খ "মহিলা মাদরাসাতেও যৌন-প্রজনন স্বাস্থ্যশিক্ষায় আগ্রহ বাড়ছে"। ২০১৯-১১-১৫। ২০২১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ইবতেদায়ী মাদরাসা দেশের সেরা ২০ | Jugantor"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Welle (www.dw.com), Deutsche। "খেলাধুলার সুযোগ বঞ্চিত মাদরাসার শিক্ষার্থীরা | DW | 14.09.2020"। DW.COM। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "Madinatul Ulum Model Insti. Womens Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "কামিল পরীক্ষার নোটিশ- ২০১৮" (পিডিএফ)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ১০ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঁচ ক্যাটাগরিতে ভাগ হচ্ছে"। চাঁদপুর টাইমস। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১।