মদনপুর ইউনিয়ন, বন্দর

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি ইউনিয়ন

মদনপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত একটি প্রশাসনিক এলাকা।[]এই এলাকা

মদনপুর
ইউনিয়ন
মদনপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
মদনপুর
মদনপুর
মদনপুর বাংলাদেশ-এ অবস্থিত
মদনপুর
মদনপুর
বাংলাদেশে মদনপুর ইউনিয়ন, বন্দরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৭′৫১″ উত্তর ৯০°৩১′২০″ পূর্ব / ২৩.৬৩০৮৩° উত্তর ৯০.৫২২২২° পূর্ব / 23.63083; 90.52222 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
উপজেলাবন্দর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নমদনপুর
প্রতিষ্ঠা১৯৭১ সাল
সরকার
 • ধরনইউনিয়ন পরিষদ
 • শাসকআঃ মতিন (ভারপ্রাপ্ত)
আয়তন
 • মোট৫.৫ বর্গকিমি (২.১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৭,৮০০
 • জনঘনত্ব৬,৯০০/বর্গকিমি (১৮,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৪১১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক এলাকা

সম্পাদনা
  1. মদনপুর (উত্তর)
  2. মদনপুর(দক্ষিণ)
  3. কলাবাড়ী
  4. ছোটবাগ
  5. দেওয়ানবাগ
  6. চাঁনপুর
  7. পূর্ব ফুলহর
  8. লাউসার
  9. নেহালসরদারেরবাগ
  10. পূর্ব কেওঢালা
  11. পশ্চিম কেওঢালা
  12. বাগদোবাড়ীয়া
  13. যাত্রাভিটা
  14. পুকুনিয়াবাড়ী
  15. দোবাড়ীয়া
  16. কাইনলিভীটা

খাল ও নদী

সম্পাদনা

মদনপুর ইউনিয়ন পরিষদের মধ্যে কেন নদী নাই।  তবে পুরাতন একটি  খাল আছে যাকে “ আড়িআর খাল বলা হয়” ।  এটি কাচপুর শিতলক্ষ্য নদীর থেকে  মদনপুর ইউনিয়ন প্রবেশ করেছে। এটি দৈর্ঘ আনুমানিক 1.5 কিলোমিটার।


হাট-বাজারের-তালিকা

সম্পাদনা
শিরোনাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
মদনপুর পুরান বাজার, বড় সাহেব বাড়ী। 5000 ফিট 30 মদনপুর বাজার, কলেজ রোড, নারায়ণগঞ্জ।
মদনপুর বাস স্টেন্ড বাজার .50 কিলোমিটার 200 মদনপুর বাস স্টেন্ড ।
চানপুর বাজার চানপুর মদনপুর
কেওঢালা বাস স্ট্যান্ড বাজার কেওঢালা বাস স্ট্যান্ড, মদনপুর

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন- ৫.৫ বর্গ কি: মি: (প্রায়)

জনসংখ্যা- 37800  জন(পুরুষ19600 জন,নারী  18,200 জন) (জন্ম নিবন্ধন তথ্য অনুসারে)।

গ্রামভিত্তিক লোকসংখ্যা

আদম শুমারী ২০০১ অনুযায়ী

গ্রামের নাম ওয়াড নং জনসংখ্যা
উত্তর মদনপুর ২৩৮৫
দক্ষিন মদনপুর, আন্দিরপার ২৩৯৪
পশ্চিম দেওয়ানবাগ ২৩৩৫
কলাবাড়ী, ছোটবাগ ২১৯৫
চাঁনপুর, উত্তর চাঁনপুর ২৩০২
লাউসার,নেহালসরদারেরবাগ,পূব ফুলহর ২৩৫২
পশ্চিম কেওঢালা ২৪৫৮
পূব কেওঢালা,বাগদোবাড়ীয়া ২৩৯৫
দোবাড়ীয়া,বিদ্যাপতি,কাইনলীভিটা ১৩৮৪

শিক্ষা

সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয়: ৬ টি
  • উচ্চমাধ্যামিক বিদ্যালয়: ২ টি
  • মাদ্রাসার সংখ্যা: ১০ টি
  • কলেজের সংখ্যা: ১ টি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

মদনপুর ইউনিয়নের কিছু প্রখ্যাত ব্যক্তি:

  • আব্দুর রহমান ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
  • নাজিম উদ্দিন ভূইয়া ( মদনপুর বড় সাহেব বাড়ী)
  • হানিফ সাহেব ( মদনপুর ছোট সাহেব বাড়ী)
  • আঃ ছাত্তার ভূইয়া ( বড় সাহেব বাড়ী)
  • আলহাজ্ব কবি বাতেন বাহার (চানপুর, মদনপুর)

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- এম এ সালাম

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ নাজিম উদ্দিন ভূইয়া ১৯৭১-১৯৭৪
০২ আলতাফ হোসেন ভূইয়া ১৯৭৪-১৯৭৭
০৩ আব্দুস সাত্তার ভূইয়া (সাবেক সংসদ সদস্য) ১৯৭৭-১৯৮১
০৪ সিরাজ মিয়া (ভারপ্রাপ্ত) ১৯৮১-১৯৮৪
০৫ নাজিমউদ্দিন ভূইয়া ১৯৮৪-১৯৯০
০৬ নাজিমউদ্দিন ভূইয়া ১৯৯০-২০০৫
০৭ আ: হাই ভূঞা (ভারপ্রাপ্ত) ২০০৫-২০১১
০৮ এম. এ. সালাম ২০১১-বর্তমান
০৯ আঃ মতিন (ভারপ্রাপ্ত) ২৯ আগস্ট ২০২৪- বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মদনপুর ইউনিয়ন"modonpurup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২২